উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাটে এক ভয়াবহ নৃশংসতার ঘটনা সামনে এসেছে, যা শুধু এলাকার মানুষের মধ্যেই নয়, পুলিশের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। প্রকাশ্য রাস্তায় এক যুবককে মারধর করার পর তার দুই বন্ধু মিলে তাকে গুলি করে খুন (Shoot to Death) করেছে। আরও ভয়ঙ্কর বিষয় হলো— অপরাধের পুরো মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল করে দেওয়া হয়েছে!
পুলিশ জানিয়েছে, শহরে এমনভাবে খুনের ঘটনাকে ক্যামেরাবন্দি করে ইচ্ছাকৃতভাবে ভাইরাল করার ঘটনা এই প্রথম। এর ফলে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
১১ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে কী দেখা গেল?
যে ভিডিও ফুটেজটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যায়, মাটিতে পড়ে থাকা যুবকটিকে তার বন্ধু মাত্র ১১ সেকেন্ডের মধ্যে বুকে তিনবার গুলি করছে। পাশে থাকা আরেক বন্ধু নির্লিপ্তভাবে সেই পুরো দৃশ্যের ভিডিও করছিল।
গুলি চালানোর পর শোনা যায়: ৩টি গুলি চলার পর ভিডিওতে শোনা যায় — “ড্রপ ইট”।
এর পরেই খুনি ও তার সঙ্গী মোটরবাইকে চড়ে এলাকা থেকে চম্পট দেয়।
পরে একটি টিউবওয়েলের পাশে মৃত যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, নিহত যুবকের নাম আদিল।
উদ্দেশ্য কী? পুলিশের সন্দেহ ‘গ্যাং ওয়ার্ক’
মীরাটের এসএসপি ডঃ বিপিন টাডা জানিয়েছেন, খুনের কারণ এবং ভিডিও ভাইরাল করার উদ্দেশ্য নিয়ে জোরদার তদন্ত চলছে। পুলিশের প্রাথমিক আশঙ্কা, এটি শুধুমাত্র ব্যক্তিগত শত্রুতা নয়:
“কোনও সংগঠিত গ্যাং ইচ্ছাকৃতভাবে এই ভিডিও প্রকাশ করে জনমনে আতঙ্ক ছড়াতে চাইছে, যাতে পুলিশের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যায়।”
তবে খুনের আগে আদিল অচেতন হয়ে পড়েছিলেন কি না, নাকি গুলি করার পর ভিডিও রেকর্ড করা হয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, একই দিনে শহরের অন্য দু’টি জায়গাতেও খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পরপর এই ঘটনাগুলির ফলে মীরাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ল। ইতিমধ্যেই আদিলের পরিবারের অভিযোগের ভিত্তিতে মোট ছ’জনের নামে মামলা দায়ের করা হয়েছে।