২০২৬-এর বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক পারদ। এবার বঙ্গ জয়ের ব্লু-প্রিন্ট চূড়ান্ত করতে প্রথমবারের মতো রাজ্য সফরে আসছেন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আগামী ২৭ এবং ২৮ জানুয়ারি দুই দিনের ঝটিকা সফরে বাংলার সংগঠনকে মজবুত করাই তাঁর প্রধান লক্ষ্য।
দুই দিনের ঠাসা কর্মসূচি: কোথায় কী করবেন নীতিন?
সভাপতি পদে বসার পর প্রথম রাজ্য সফর হিসেবে পশ্চিমবঙ্গকেই বেছে নিয়েছেন নীতিন নবীন। তাঁর সফরের রূপরেখা নিচে দেওয়া হলো:
-
২৭ জানুয়ারি (দুর্গাপুর): এই দিন দুর্গাপুরে রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠকে যোগ দেবেন তিনি। আসন্ন নির্বাচনের রাজনৈতিক রোডম্যাপ এবং বুথ ভিত্তিক রণকৌশল নিয়ে শীর্ষ নেতাদের নির্দেশ দেবেন।
-
২৮ জানুয়ারি (বর্ধমান ও আসানসোল): এদিন সকালে পূর্ব বর্ধমানের চিত্রালয় মেলা ময়দানে ‘বিভাগ কার্যকর্তা সম্মেলন’-এ যোগ দেবেন। এরপর বিকেলে রানিগঞ্জে আসানসোল জেলা কমিটির সাংগঠনিক বৈঠকে কর্মীদের চাঙ্গা করতে উপস্থিত থাকবেন তিনি।
নীতিন নবীনের পর আসছেন অমিত শাহ
নীতিন নবীনের সফর শেষ হতেই বাংলায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৩০ এবং ৩১ জানুয়ারি দু’দিনের সফরে তিনিও একাধিক সাংগঠনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। টানা এই হেভিওয়েট সফরে নিচুতলার কর্মীদের উজ্জীবিত করাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মূল উদ্দেশ্য।
কেন এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ?
রাজনৈতিক মহলের মতে, বাংলায় বিধানসভা নির্বাচনের মাত্র মাস দেড়েক বাকি। এমতাবস্থায় নীচুতলার সংগঠনকে আরও শক্তিশালী করতে মরিয়া গেরুয়া শিবির। নীতিন নবীন ইতিমধ্যেই দিল্লি থেকে পশ্চিমবঙ্গ, অসম ও তামিলনাড়ুর মতো রাজ্যগুলোতে বিজেপি সরকার গড়ার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তাঁর এই সফরেই ঠিক হতে পারে বাংলায় বিজেপির চূড়ান্ত নির্বাচনী প্রচারের কৌশল।