রান্নার গ্যাসের জন্য এবার আর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। জলের পাইপলাইনের মতোই মাটির নীচ দিয়ে সরাসরি বাড়িতে গ্যাস সরবরাহের ব্যবস্থা চালু হতে চলেছে। মালদহের গাজোল এলাকায় এই প্রথম রান্নার গ্যাসের ক্ষেত্রে পাইপলাইন (Piped Natural Gas – PNG) বসানোর কাজ শুরু করল কেন্দ্রীয় সরকারের হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL) সংস্থা।
পেট্রোলিয়াম সংস্থার কর্তৃপক্ষের দাবি, আগামী ছয় মাসের মধ্যে গাজোল ব্লক এলাকা জুড়ে পাইপলাইন বসানোর কাজ সম্পন্ন হবে। এই ব্যবস্থা সম্পূর্ণরূপে চালু হলে প্রতিটি বাড়িতে গ্যাস পৌঁছে যাবে।
কীভাবে মিলবে পরিষেবা?
হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থার আধিকারিক বিনায়ক বর্মা জানান, এই ব্যবস্থায় বাড়িতে ইলেকট্রিক মিটারের মতোই মিটার থাকবে, যেখানে ব্যবহার অনুযায়ী বিল আসবে। তিনি বলেন, “এতদিন বড় শহরগুলোতে এই ব্যবস্থা চালু ছিল। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী সারাদেশে রান্নার গ্যাস সরবরাহের ক্ষেত্রে পাইপলাইন ব্যবস্থা চালু হবে। সেইমত মালদহ, রায়গঞ্জ ও শিলিগুড়ি এই তিনটি জায়গায় হিন্দুস্তান পেট্রোলিয়ামের অধীনে পাইপলাইন বসানোর কাজ চলবে।”
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অশোক মজুমদার জানান, এই নয়া ব্যবস্থায় গ্রাহকদের বহুদিনের হয়রানি থেকে মুক্তি মিলবে। তিনি বলেন, “আগে গ্যাস সিলিন্ডার ফুরিয়ে গেলে দু-তিনদিন অপেক্ষায় থাকতে হত। এই পরিষেবা চালু হলে মানুষকে আর হয়রান হতে হবে না। ইলেকট্রিক বিলের মতোই বিল পরিশোধ করলে পরিষেবা চালু হয়ে যাবে। এতে মানুষের অনেকটাই সময় বাঁচবে।”
গতকাল বোরিং মেশিনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পাইপলাইন বসানোর কাজের সূচনা হয়।