মানচিত্রে থাকতে হলে সন্ত্রাসবাদ ছাড়তে হবে’! পাকিস্তানকে চরম হুঁশিয়ারি সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর, ফের কি ‘অপারেশন সিঁদুর’?

অপারেশন সিঁদুরের পরেও সীমান্তে লাগাতার সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘পাকিস্তান যদি চায় বিশ্ব মানচিত্রে থাকতে, তাহলে তাদের সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করতে হবে।’

সেনাপ্রধান দ্বিবেদী আরও সতর্ক করে বলেছেন, অপারেশন সিঁদুর-১ এর সময় ভারত যে সংযম দেখিয়েছিল, ভবিষ্যতে তা আর দেখানো হবে না।

‘এবার আমরা এক ধাপ এগিয়ে যাব’
সেনাপ্রধানের বার্তা অত্যন্ত স্পষ্ট এবং কঠোর:

“ভারত এবার সম্পূর্ণ প্রস্তুত। আগের বার অপারেশন সিঁদুর-১-এর সময় ভারত যে সংযম দেখিয়েছিল তা আর দেখাবে না। এবার আমরা এক ধাপ এগিয়ে যাব। এমন ভাবে কাজ করবো যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে, যে তারা বিশ্ব মানচিত্রে থাকতে চায় কিনা।”

সেই সঙ্গে ভারতীয় সেনাদের প্রতি তাঁর বার্তা: “নিজেদের প্রস্তুত রাখুন, ঈশ্বর চাইলে সুযোগ শিঘ্রই আসবে।”

অপারেশন সিঁদুরের পরও পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করেনি। সীমান্তে এখনও সমান তালে চলছে অনুপ্রবেশের চেষ্টা। সেনাপ্রধান আগেই দাবি করেছিলেন, ১০ মে-র পরেও সবার অলক্ষ্যে লড়াই চলেছে।

কী ঘটেছিল অপারেশন সিঁদুরে?
গত ২২ এপ্রিল পেহেলগাঁওয়ে ২৬ জন নিরস্ত্র হিন্দু পর্যটককে হত্যা করে লস্কর-এর জঙ্গি সংগঠন টিআরএফ-এর চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোররাতে অপারেশন সিঁদুর চালায় ভারত।

গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে-র ৯টি জঙ্গি ঘাঁটি।

এরপর পাকিস্তানের হামলায় জবাব দিতে গিয়ে ভারত-পাকিস্তানের অন্তত ১১টি বায়ুসেনা ঘাঁটি তছনছ হয়ে যায়।

জানা গেছে, এই অভিযানে ১০০-রও বেশি জঙ্গি ও ৩৫ থেকে ৪০ জন পাক সেনা নিহত হয়েছে।

শেষ পর্যন্ত ইসলামাবাদের মিনতিতে নয়াদিল্লি সংঘর্ষ বিরতিতে রাজি হলেও, এত কিছুর পরেও সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করেনি পাকিস্তান। সেনাপ্রধানের এই কড়া হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে তীব্র চাপের মুখে ফেলবে বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy