‘মাথা নত করব না’, পুড়ে ছাই অফিস, লুট হল ১৫০ কম্পিউটার; ধ্বংসলীলার পর হুঙ্কার ডেইলি স্টারের!

বাংলাদেশের সংবাদমাধ্যমের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় রচিত হল বৃহস্পতিবার রাতে। ঢাকার বুকে দুই প্রধান সংবাদপত্র ‘প্রথম আলো’ এবং ‘দ্য ডেইলি স্টার’-এর সদর দফতরে চলল নজিরবিহীন ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগ। উত্তেজিত জনতা কার্যত রণক্ষেত্র বানিয়ে তোলে কারওয়ান বাজার ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ এলাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, প্রাণ বাঁচাতে ২৮ জন সংবাদকর্মী ভবনের ছাদে আশ্রয় নিতে বাধ্য হন। দমকল বাহিনীকেও কাজে বাধা দেয় উন্মত্ত জনতা।

ডেইলি স্টারের ৩৪ বছরের ইতিহাসে এই প্রথমবার তাদের মুদ্রিত সংস্করণ প্রকাশিত হতে পারেনি। অফিসের কম্পিউটার, ক্যামেরা, হার্ড ড্রাইভ এমনকি ক্যান্টিনের খাবার পর্যন্ত লুট করে নিয়ে যায় হামলাকারীরা। অগ্নিসংযোগ করা হয় জুলাই আন্দোলনের ছবি ও স্মৃতিবিজড়িত গ্যালারিতে। তবে এই চরম আঘাতের মুখেও দমে যায়নি কর্তৃপক্ষ।

ডেইলি স্টার স্পষ্ট জানিয়েছে, “আমরা ভয় পাব না, সত্য বলা থেকে আমাদের বিরত করা যাবে না।” শনিবার থেকে ফের লড়াইয়ে ফিরেছে প্রথম আলো। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এই বর্বরোচিত হামলাকে ‘স্বাধীন সাংবাদিকতার অন্ধকারতম দিন’ হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy