প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লির নিম্ন আয়ের মানুষের জন্য এক বিশেষ উপহার দিল দিল্লি সরকার। আজ থেকে শুরু হলো ‘অটল ক্যান্টিন’ প্রকল্প, যেখানে মাত্র ৫ টাকায় মিলবে পুষ্টিকর ও স্বাস্থ্যকর থালি। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই প্রকল্পের সূচনা করে জানান, রাজধানীর বুকে কেউ যেন অভুক্ত অবস্থায় না ঘুমায়, এটাই তাঁদের লক্ষ্য।
কী কী থাকছে থালিতে ও সময়সূচী: এই ৫ টাকার থালিতে থাকছে ডাল, ভাত, রুটি, মরসুমি সবজির তরকারি ও আচার। পশ্চিমবঙ্গের ‘মা’ ক্যান্টিনে শুধু দুপুরের খাবার মিললেও, দিল্লির অটল ক্যান্টিনে দুপুর (সকাল ১১টা – বিকেল ৪টে) এবং রাত (সন্ধে ৬:৩০ – ৯:৩০)—উভয় সময়ই খাবার পাওয়া যাবে।
প্রযুক্তির ছোঁয়া ও পরিকল্পনা: বর্তমানে দিল্লির আর কে পুরম, শালিমার বাগ, রাজৌরি গার্ডেনসহ ৪৫টি এলাকায় এই পরিষেবা শুরু হয়েছে। খুব শীঘ্রই আরও ৫৫টি ক্যান্টিন চালু হবে। স্বচ্ছতা বজায় রাখতে এখানে ডিজিটাল টোকেন ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রতিটি ক্যান্টিন সিসিটিভি-র মাধ্যমে সরাসরি নজরদারি করা হবে।