মহারাষ্ট্রের নির্বাচন চুরি হয়েছে, ভোটার তালিকায় ৪০ লক্ষ রহস্যজনক নাম, রাহুল গান্ধী

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহারাষ্ট্রে নির্বাচন কারচুপির গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “আমরা মহারাষ্ট্রে নির্বাচনে হেরেছি। মহারাষ্ট্রে ৪০ লক্ষ ভোটার রহস্যজনক।” তিনি সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাদের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজশ করে ভোট চুরির অভিযোগ করেছেন।

রাহুল গান্ধী বলেন, “সংবিধানের ভিত্তি হলো ভোট। তাই এই ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আমাদের ভাবতে হবে।” তিনি মহারাষ্ট্রের ভোটার তালিকায় অস্বাভাবিকভাবে নাম যুক্ত হওয়ার ঘটনাকে ‘ভোট চুরি’ হিসেবে বর্ণনা করেন। তার অভিযোগ, বিকেল সাড়ে ৫টার পর মহারাষ্ট্রে ভোটের সংখ্যা বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন সিসিটিভি ফুটেজ নষ্ট করে ফেলার কথা জানায়। এর ফলে তাদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে কমিশন ভোট কারচুপিতে জড়িত।

কংগ্রেস সাংসদ বলেন, “নির্বাচন কমিশন কেন ইলেকট্রনিক ডেটা দেয় না? আমরা বারবার কমিশনের কাছে তথ্য চেয়েছি কিন্তু তা আমাদের দেওয়া হয়নি। নির্বাচন কমিশন এমনকী আমাদের উত্তর দিতেও অস্বীকার করেছে।” তার মতে, এই ধরনের কর্মকাণ্ড গণতন্ত্রের মৌলিক ভিত্তিকে দুর্বল করছে।

ভোটার তালিকায় অনিয়মের উদাহরণ হিসেবে রাহুল গান্ধী বলেন, “অনেকের বাবার নামের আগে কিছু লেখা নেই। ভোটার তালিকায় অনেক বাড়ির ঠিকানা শূন্য। নকল ভোটারের সংখ্যা অনেক বেশি।” তিনি আরও বলেন, একই ঠিকানায় ৪৬ জন ভোটারের থাকার মতো ঘটনাও দেখা গেছে। এই সমস্ত অভিযোগ দেশের নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে এবং এর ফলে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy