মতুয়া গড় রণক্ষেত্র! এসআইআর-বিতর্কে শান্তনু বনাম মমতাবালা শিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষ

এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের অনুগামীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় মতুয়া ঠাকুরবাড়ি চত্বর। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিন মমতাবালা ঠাকুরের বাড়ি থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। তাঁদের অভিযোগ, সিএএ (CAA) এবং এসআইআর-এর নামে মতুয়াদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবং বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। মিছিলটি শান্তনু ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে চরম বচসা ও হাতাহাতি শুরু হয়। শান্তনু ঠাকুরের দাবি, আন্দোলনকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। বিষয়টি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, মমতাবালার পালটা অভিযোগ, শান্তনু ঠাকুর মানুষের ভোটাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেও আজ হাজার হাজার মতুয়া তাঁদের অধিকার হারাচ্ছেন। শান্তিপূর্ণ প্রতিবাদে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে তাঁর দাবি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy