আসন্ন নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। বুধবার কমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া তদারকি করতে আরও ২২ জন রোল পর্যবেক্ষক (Roll Observer) নিয়োগ করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, এই ২২ জনের মধ্যে ১১ জনকেই নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গে।
বর্তমানে পশ্চিমবঙ্গ-সহ তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির মতো নির্বাচনমুখী রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। কমিশনের এই নয়া নির্দেশের পর বাংলায় এখন মোট রোল পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে ২০। মূলত ভোটার তালিকায় যাতে কোনও যোগ্য ভোটারের নাম বাদ না পড়ে এবং কোনও অযোগ্য ব্যক্তির নাম যাতে না ঢোকে, তা নিশ্চিত করাই এই পর্যবেক্ষকদের প্রধান লক্ষ্য।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, সংবিধানের ৩২৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি যোগ্য নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর। এই পর্যবেক্ষকরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জাতীয় ও আঞ্চলিক দলগুলোর নেতৃত্বের সঙ্গেও কথা বলবেন। গোটা প্রক্রিয়াটি যাতে নিশ্ছিদ্র এবং স্বচ্ছ হয়, তার জন্যই বাড়তি নজরদারির এই ব্যবস্থা।