ভোটার তালিকা সংশোধন ঘিরে তুমুল বিভ্রান্তি! সিইও-র দরজায় কড়া নাড়ল ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চ

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতেই চরম বিভ্রান্তি ও বৈষম্যের অভিযোগ উঠল। ইলেক্টোরাল রোল অফিসার (ইআরও) এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রোল অফিসারদের (এইআরও) পরস্পরবিরোধী সিদ্ধান্তের জেরে রাজ্যজুড়ে সাধারণ ভোটারদের মধ্যে অসন্তোষ ছড়িয়েছে। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ চেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিল ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চ।

বিক্ষোভের মূলে রয়েছে ২০০২ সালের এসআইআর (SIR) বা ভোটার তালিকার হার্ড কপি। ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, ভার্চুয়াল ও সরাসরি বৈঠকে আগে সিদ্ধান্ত হয়েছিল যে ২০০২ সালের হার্ড কপিতে যাঁদের নাম রয়েছে, তাঁদের নতুন করে শুনানির জন্য ডাকা হবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ইআরও এবং এইআরও-রা ভিন্ন ভিন্ন অবস্থান নিচ্ছেন। কোথাও শুনানির নোটিশ পাঠানো হচ্ছে, আবার কোথাও মৌখিক নির্দেশে ভোটারদের হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে।

মঞ্চের অভিযোগ, কোথাও ইআরও-রা শুনানিতে না ডাকার নির্দেশ দিচ্ছেন, আবার কোথাও বিএলও-দের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে ভোটারদের ডেকে আনার জন্য। এই পরস্পরবিরোধী নির্দেশের ফলে একদিকে যেমন সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন, অন্যদিকে বিএলও-দের ওপর অতিরিক্ত কাজের বোঝা ও জনরোষ আছড়ে পড়ছে। অবিলম্বে একরূপ নির্দেশিকা জারি করে এই বৈষম্য দূর করার জন্য সিইও-র কাছে ইমেল মারফত আবেদন জানানো হয়েছে। ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এই অব্যবস্থা আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy