রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে আরও গতিশীল করতে নির্বাচন দপ্তর একাধিক জরুরি নির্দেশ জারি করেছে। বিশেষত, ২ ডিসেম্বর এবং ১১ ডিসেম্বর—এই দুটি তারিখকে কেন্দ্র করে জারি হয়েছে কড়া সময়সীমা, যা কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না।
নির্বাচন দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ২ ডিসেম্বরের পরে জমা পড়া কোনো এনুমারেশন ফর্ম (Enumeration Form) গ্রহণ করা হবে না। এই সময়সীমার পর আসা সমস্ত ফর্ম সরাসরি বাতিল বলে গণ্য হবে।
অন্যদিকে, আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনায় বলা হয়েছে যে ১১ ডিসেম্বরের পর কোনো ফর্মই গৃহীত হবে না। অর্থাৎ, এই দুই তারিখের মধ্যে ফর্ম জমা দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে।
এছাড়াও, মৃত ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও যাচাই করার ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, মৃত ব্যক্তির তথ্য সংগ্রহ করতে হবে এবং এই কাজের জন্য জন্ম-মৃত্যুর তথ্য ব্যবহার করতে হবে। এমনকি বাতিল হওয়া রেশন কার্ড থেকেও মৃতদের তথ্য নিতে হবে। ইআরও (Electoral Registration Officer) বা ইআর ও-দের এই সংগৃহীত তথ্য যাচাই করে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যদি কোনো বিএলও (Booth Level Officer) ভুল এন্ট্রি করে থাকেন, তবে সেই ভুলও সংশোধন করতে হবে বলে কড়া নির্দেশ জারি হয়েছে। এই সমস্ত নির্দেশিকার মূল লক্ষ্য হলো ভোটার তালিকাটিকে নির্ভুল ও ত্রুটিমুক্ত করে তোলা।