নির্বাচন কমিশনের নির্দেশে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া চলছে। তবে সম্প্রতি নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে সেই এসআইআর-এর সময়সীমা আরও এক দফা বৃদ্ধি করেছে। যদিও পশ্চিমবঙ্গের জন্য কমিশন আর অতিরিক্ত সময়সীমা বৃদ্ধি করেনি। অর্থাৎ, নির্ধারিত সময়সীমার মধ্যেই বাংলায় এই প্রক্রিয়া শেষ হবে।
পশ্চিমবঙ্গে এসআইআর-এর বর্তমান অবস্থা
-
সময় বৃদ্ধি নয়: নির্বাচন কমিশন সূত্রের খবর, পশ্চিমবঙ্গ এসআইআর প্রক্রিয়ায় অনেকটাই এগিয়ে রয়েছে। তাই এই রাজ্যের জন্য আর অতিরিক্ত সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়নি কমিশন।
-
অগ্রগতি: পশ্চিমবঙ্গের সিইও (Chief Electoral Officer) দফতর সূত্রে জানা গিয়েছে, এ রাজ্যে যেভাবে এসআইআর-এর কাজ এগিয়েছে, তাতে অতিরিক্ত সময় আর লাগবে না। রাজ্য নির্বাচন কমিশন দফতর জানিয়েছে, এসআইআর-এর মূল কাজ পশ্চিমবঙ্গে প্রায় শেষের দিকে। এই রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন থাকায় দ্রুত গতিতে কাজ চলছে।
কোন রাজ্যে কত সময় বাড়ল?
নির্বাচন কমিশন একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এসআইআর-এর সময়সীমা বৃদ্ধি করেছে:
| রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল | এনুমারেশন প্রক্রিয়া শেষের নতুন সময়সীমা | খসড়া তালিকা প্রকাশের নতুন সময়সীমা | সময় বৃদ্ধির কারণ |
| উত্তর প্রদেশ | ২৬ ডিসেম্বর | ৩১ ডিসেম্বর | বড় রাজ্য ও ভোটার সংখ্যা বেশি থাকায় বিএলওদের চাপ কমাতে। |
| তামিলনাড়ু ও গুজরাট | ১৪ ডিসেম্বর | ১৯ ডিসেম্বর | |
| মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর | ১৮ ডিসেম্বর | ২৩ ডিসেম্বর | আন্দামান ও নিকোবরে ডিজিটাইজেশনের কাজ ধীর গতিতে চলায়। |
| কেরল | ১৮ ডিসেম্বর (পূর্বেই বাড়ানো হয়েছিল) | ২৩ ডিসেম্বর | পঞ্চায়েত নির্বাচন চলছিল। |
সময়সীমা বৃদ্ধির প্রধান কারণগুলি হলো—উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে অতিরিক্ত ভোটার সংখ্যার কারণে বিএলও (BLO)-দের ওপর চাপ সামলানো, কেরলে পঞ্চায়েত নির্বাচন চলাকালীন কাজের গতি কমে যাওয়া এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ডিজিটাইজেশনের কাজ অত্যন্ত ধীর গতিতে হওয়া।