ভোটার তালিকার SIR-এর সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সময় বৃদ্ধি, বাড়তি সুবিধা পেল না পশ্চিমবঙ্গ।

নির্বাচন কমিশনের নির্দেশে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া চলছে। তবে সম্প্রতি নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে সেই এসআইআর-এর সময়সীমা আরও এক দফা বৃদ্ধি করেছে। যদিও পশ্চিমবঙ্গের জন্য কমিশন আর অতিরিক্ত সময়সীমা বৃদ্ধি করেনি। অর্থাৎ, নির্ধারিত সময়সীমার মধ্যেই বাংলায় এই প্রক্রিয়া শেষ হবে।

পশ্চিমবঙ্গে এসআইআর-এর বর্তমান অবস্থা

  • সময় বৃদ্ধি নয়: নির্বাচন কমিশন সূত্রের খবর, পশ্চিমবঙ্গ এসআইআর প্রক্রিয়ায় অনেকটাই এগিয়ে রয়েছে। তাই এই রাজ্যের জন্য আর অতিরিক্ত সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়নি কমিশন।

  • অগ্রগতি: পশ্চিমবঙ্গের সিইও (Chief Electoral Officer) দফতর সূত্রে জানা গিয়েছে, এ রাজ্যে যেভাবে এসআইআর-এর কাজ এগিয়েছে, তাতে অতিরিক্ত সময় আর লাগবে না। রাজ্য নির্বাচন কমিশন দফতর জানিয়েছে, এসআইআর-এর মূল কাজ পশ্চিমবঙ্গে প্রায় শেষের দিকে। এই রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন থাকায় দ্রুত গতিতে কাজ চলছে।

কোন রাজ্যে কত সময় বাড়ল?

নির্বাচন কমিশন একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এসআইআর-এর সময়সীমা বৃদ্ধি করেছে:

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এনুমারেশন প্রক্রিয়া শেষের নতুন সময়সীমা খসড়া তালিকা প্রকাশের নতুন সময়সীমা সময় বৃদ্ধির কারণ
উত্তর প্রদেশ ২৬ ডিসেম্বর ৩১ ডিসেম্বর বড় রাজ্য ও ভোটার সংখ্যা বেশি থাকায় বিএলওদের চাপ কমাতে।
তামিলনাড়ু ও গুজরাট ১৪ ডিসেম্বর ১৯ ডিসেম্বর
মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর ১৮ ডিসেম্বর ২৩ ডিসেম্বর আন্দামান ও নিকোবরে ডিজিটাইজেশনের কাজ ধীর গতিতে চলায়।
কেরল ১৮ ডিসেম্বর (পূর্বেই বাড়ানো হয়েছিল) ২৩ ডিসেম্বর পঞ্চায়েত নির্বাচন চলছিল।

সময়সীমা বৃদ্ধির প্রধান কারণগুলি হলো—উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে অতিরিক্ত ভোটার সংখ্যার কারণে বিএলও (BLO)-দের ওপর চাপ সামলানো, কেরলে পঞ্চায়েত নির্বাচন চলাকালীন কাজের গতি কমে যাওয়া এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ডিজিটাইজেশনের কাজ অত্যন্ত ধীর গতিতে হওয়া।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy