ভোটার তালিকায় ‘সওয়া কোটি ভুয়ো নাম’ যুক্ত করার অভিযোগ শুভেন্দু অধিকারীর, দাবি করলেন CBI তদন্তের; পাল্টা সরব অভিষেক

ভোটার তালিকা সংশোধনের (SIR) আবহে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে। সোমবার নির্বাচন কমিশন দফতরে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাঞ্চল্যকর অভিযোগ করে দাবি করেন, গত ২৬ থেকে ২৮ নভেম্বর—এই তিনদিনে সওয়া এক কোটি (১.২৫ কোটি) ভুয়ো নাম তালিকাভুক্ত করা হয়েছে। এই ঘটনায় তিনি সিবিআই তদন্তের দাবি তুলেছেন।

শুভেন্দু অধিকারীর চাঞ্চল্যকর অভিযোগ:

শুভেন্দু অধিকারী কমিশনের দফতরে অভিযোগ জানানোর সময় তিনটি মূল বিষয়ে জোর দিয়েছেন:

১.২৫ কোটি ভুয়ো নাম: তাঁর দাবি, ২৬, ২৭, ২৮ নভেম্বরের মধ্যে এই বিপুল সংখ্যক ভুয়ো নাম তালিকায় ঢোকানো হয়েছে। তিনি এই তিন দিনের প্রত্যেকটি এন্ট্রিকে অডিট করার দাবি করেছেন।

আই-প্যাক ও অনুপ্রবেশকারী: তিনি অভিযোগ করেছেন, তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আই-প্যাক (I-PAC) বুথ লেভেল অফিসারদের (BLO) চাপ দিয়ে তাঁদের OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) নিয়েছে এবং তার মাধ্যমে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম তালিকায় ঢোকানো হয়েছে।

১ কোটি নাম বাদ দেওয়ার দাবি: শুভেন্দু অধিকারী আবারও দাবি করেছেন যে, যদি সঠিকভাবে SIR প্রক্রিয়া সম্পন্ন হয়, তবে ভোটার তালিকা থেকে ১ কোটিরও বেশি নাম বাদ যাবে।

তৃণমূলের পালটা অভিযোগ:

শুভেন্দু অধিকারীর অভিযোগের পরপরই সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিস্ফোরক অভিযোগ:

১ কোটি নাম বাদ দেওয়ার নির্দেশ: অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ১ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে বিজেপি।

অন্যদিকে, কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ইতিমধ্যেই অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন এখন ম্যাজিশিয়ানে পরিণত হয়েছে এবং ‘ভ্যানিশ’ করার কায়দায় পুরো ব্লক বা বাড়ি উধাও করে দিচ্ছে ভোটার তালিকা থেকে। SIR-কে ঘিরে দুই প্রধান দলের এই পাল্টাপাল্টি অভিযোগ নির্বাচন এবং রাজ্যের রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy