ভোটার তালিকা সংশোধনের শুনানি (SIR) ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ নম্বর ব্লক অফিস। সোমবার ভোটার কার্ড ভেরিফিকেশনের শুনানিতে যোগ দিতে এসে আচমকাই অসুস্থ হয়ে জ্ঞান হারান হাসিনা শেখ নামে এক তরুণী বধূ। এই ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিসের ভেতরেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
জানা গিয়েছে, আউশগ্রামের এড়াল গ্রামের বাসিন্দা হাসিনা শেখ এদিন বিডিও অফিসে শুনানির জন্য এসেছিলেন। ব্লক তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালনের নেতৃত্বে একদল কর্মী-সমর্থক বিডিও-র কাছে দাবি জানান যাতে তৃণমূলের বিএলএ-২ দের শুনানিকক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ঠিক সেই সময়েই হাসিনা শেখ জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। উপস্থিত কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে জামতাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হলেও এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের নির্দেশিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। তাদের দাবি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে।
অন্যদিকে, আউশগ্রাম ২ নম্বর ব্লকের বিডিও চিন্ময় দাস জানিয়েছেন, ওই বধূ অসুস্থ হয়ে পড়েছিলেন ঠিকই, তবে তার সঙ্গে শুনানির সরাসরি কোনো সম্পর্ক নেই। বিএলএ-২ দের প্রবেশের দাবি প্রসঙ্গে তিনি সাফ জানান যে, সরকারি নিয়ম অনুযায়ী তাঁর পক্ষে এই অনুমতি দেওয়া অসম্ভব। এই ঘটনায় বিজেপির জেলা নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র পালটা আক্রমণ করে বলেন, “তৃণমূল চাইছে না রাজ্যে সুষ্ঠুভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ হোক। তাই তারা অশান্তি পাকানোর চেষ্টা করছে।” তবে অসুস্থ তরুণীর স্বামী আনিসুর রহমান শেখের অভিযোগ, তাঁর স্ত্রী আগে থেকেই অসুস্থ ছিলেন, তা সত্ত্বেও তাঁকে ভেতরে একা ঢুকতে বাধ্য করা হয় এবং আনিসুরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই ঘটনায় নতুন করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।