ভূত তাড়ানো এবং পারিবারিক সমস্যা সমাধানের ‘প্রতিশ্রুতি’ দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেকে ‘অঘোরী বাবা’ হিসেবে পরিচয় দিয়ে তিনি সাধারণ মানুষের বিশ্বাস ও আবেগকে কাজে লাগিয়ে এই জঘন্য কাজ করতেন বলে জানা গেছে।
দিল্লির ডিসিপি (পশ্চিম) দেবেশ কুমার মহালা জানিয়েছেন, ধৃতের নাম রাহুল। ২০ বছর বয়সী এই যুবককে রাজস্থানের ঝুনঝুনু থেকে গ্রেপ্তার করা হয়েছে।
‘ভূত’-এর ছবি পাঠিয়ে $১.১৪ লক্ষ হাতিয়েছিল
পুলিশ সূত্রে খবর, রাজস্থানের বাসিন্দা রাহুল ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘অঘোরিজি-রাজস্থান’ নামে অ্যাকাউন্ট ব্যবহার করত। নিজেকে তান্ত্রিক হিসাবে পরিচয় দিয়ে নানা সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে বলতেন।
জানা গেছে, সম্প্রতি দিল্লির চাণক্যপুরীর বাসিন্দা মনীষা জিলৌইয়া নামে এক মহিলা এই জাল তান্ত্রিকের ফাঁদে পড়েন। সংবাদ মাধ্যম সূত্রে মনীষার অভিযোগ,
সোশ্যাল মিডিয়াতে কথা বলার সময় ওই তান্ত্রিক তাঁকে বোঝান যে তাঁর বাড়িতে ভূত রয়েছে। সেই ভূত তাড়ানোর জন্য বিশেষ যজ্ঞের প্রয়োজন। ভয় দেখানোর জন্য রাহুল মনীষাকে ‘ভূত’-এর ছবিও পাঠায়।
এরপরেই সেই যজ্ঞ করার নাম করে মনীষার কাছ থেকে $১ লক্ষ ১৪ হাজার টাকা দাবি করে রাহুল। টাকা পাওয়ার পরই ওই ‘অঘোরী বাবা’ মনীষার ফোন ধরা বন্ধ করে দেয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই দিল্লি পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেন মনীষা।
৫০ জনের বেশি মানুষকে প্রতারণা
পুলিশ ধৃতের মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্র ধরে তল্লাশি চালিয়ে রাজস্থান থেকে রাহুলকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে রাহুল। সে জানিয়েছে, ৫০ জনেরও বেশি মানুষের সঙ্গে একই ভাবে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সে। কাদের সঙ্গে এই প্রতারণা করা হয়েছে, পুলিশ সেই সমস্ত গ্রাহকদের খোঁজ করছে। মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।