“ভারতীয় হাই কমিশন বন্ধ করো”-মাঝরাতে চূড়ান্ত ‘তান্ডব’ ঢাকায়, জেনেনিন সর্বশেষ পরিস্থিতি

জুলাই অভ্যুত্থানের আলোচিত মুখ শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে আক্ষরিক অর্থেই আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজধানী ঢাকা থেকে রাজশাহী—দাউদাউ করে জ্বলছে শহর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক বিশ্লেষকরা একে ১৯৭১ সালের পর ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত সংকট হিসেবে দেখছেন।

ঘটনার ভয়াবহতা: এক নজরে ১২টি পয়েন্টে পরিস্থিতি

১. শোক থেকে বিদ্রোহ: ১২ ডিসেম্বর মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে লড়াই শেষ হয় হাদির। বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশ।

২. রাজপথে লালা-স্রোত: ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামে হাজার হাজার বিক্ষোভকারী হাদির ‘শহিদ’ হওয়ার দাবিতে রাজপথে নেমে পড়ে।

৩. লক্ষ্যবস্তু ভারতীয় দূতাবাস: রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের কার্যালয়ে ব্যাপক পাথরবৃষ্টির খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা ডেপুটি হাই কমিশনারের বাসভবন ঘেরাও করলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।

৪. খুনিদের ফেরানোর দাবি: ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP) দাবি করেছে, হাদির খুনিরা ভারতে পালিয়েছে। তাদের দাবি—খুনিদের না ফেরানো পর্যন্ত ভারতীয় হাই কমিশন বন্ধ রাখতে হবে।

৫. সংবাদমাধ্যমের দপ্তরে তাণ্ডব: বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে দেশের দুই বৃহত্তম সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ এবং ‘দ্য ডেইলি স্টার’। দুই ভবনেই অগ্নিসংযোগ করা হয়।

৬. সাংবাদিকরা মৃত্যুফাঁদে: প্রথম আলো ভবনে আগুন লাগানোর ফলে ভেতরে প্রায় ৩০ জন সাংবাদিক ও সংবাদকর্মী আটকে পড়েন। দমকল কর্মীদের বেগ পেতে হয় তাদের উদ্ধার করতে।

৭. “আমরা যুদ্ধ পরিস্থিতিতে”: এনসিপি নেতা সারজিস আলমের হুঁশিয়ারি, “খুনিদের ভারত থেকে না ফেরানো পর্যন্ত শান্তি ফিরবে না। আমরা এখন যুদ্ধ পরিস্থিতিতে রয়েছি।”

৮. আওয়ামী লীগ দপ্তরে অগ্নিসংযোগ: রাজশাহীতে শেখ হাসিনার আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। হাসিনাপন্থীদের সম্পত্তিও ভাঙচুর করা হয়েছে।

৯. অচল জাতীয় সড়ক: ঢাকা ও ময়মনসিংহের সংযোগকারী প্রধান জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়েছে, যার ফলে রাজধানী কার্যত বিচ্ছিন্ন।

১০. প্রাক্তন মন্ত্রীদের বাড়িতে হামলা: চট্টগ্রামে এক প্রাক্তন মন্ত্রীর বাসভবন গুড়িয়ে দিয়েছে উন্মত্ত জনতা। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

১১. ৫০ লক্ষ টাকা পুরস্কার: দুই প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে পুলিশ। তাদের ধরিয়ে দিতে পারলে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে প্রশাসন।

১২. সন্ধিক্ষণে বাংলাদেশ: বিশ্লেষকদের মতে, ৭১-এর সংকট ছিল মানবিক, কিন্তু এবারের সংকট ‘ভারত-বিরোধী মেরুকরণ’। নির্বাচন যত এগিয়ে আসবে, এই পরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy