“ভয় পাই না, বিজেপি কী করবে? মারবে?” শ্রীরামচন্দ্রের ধর্ম নিয়ে মদনের চ্যালেঞ্জ, পাল্টা ধুয়ে দিলেন দিলীপ ঘোষ!

ফের স্বমহিমায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তবে এবার তাঁর কোনো ‘কালারফুল’ ভিডিও নয়, বরং ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে করা এক বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে আক্ষরিক অর্থেই আগুন লেগে গিয়েছে। একটি ভাইরাল ভিডিওতে মদন মিত্র দাবি করেছেন, “রাম মুসলমান ছিলেন”— যা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি।

ভাইরাল ভিডিওতে ঠিক কী বলেছেন মদন?

ভাইরাল হওয়া ওই ভিডিওতে মদন মিত্রকে দিল্লির এক বিজেপি নেতাকে উদ্দেশ্য করে নিজের বক্তব্যের বর্ণনা দিতে শোনা যায়। তিনি বলেন:

“আমি বলেছিলাম, রাম মুসলমান ছিলেন। আমি মদন মিত্র বলছি, কী করবেন? প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন। রামের টাইটেল (পদবি) কী ছিল? আমি বলছি রাম মুসলমান ছিলেন, গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিন। বিজেপি কী করবে? মারবে? গীতা বলছে, যা হওয়ার তা হবেই।”

এখানেই থেমে থাকেননি তিনি। রামের হিন্দু পরিচয় নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও যোগ করেন, “রাম হিন্দু ছিলেন বলে যারা চিৎকার করছে, তাদের জিজ্ঞেস করি রামের পদবি কী? কেউ কেউ বলে রাম জেঠমালানি! এটা কি কোনো হিন্দু বিশ্বাস করবে?”

“দিন না রাত? সেটাই আসল প্রশ্ন”: পাল্টা দিলীপ

মদন মিত্রের এই মন্তব্য সামনে আসতেই মেজাজ হারিয়েছেন বিজেপি নেতারা। বরাবরের মতো চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন:

  • জ্ঞানের অভাব: “মদনবাবু কোন সময়ে একথা বলছেন? দিন না রাত? সেটাই আসল প্রশ্ন। রাম কবে জন্মেছেন আর ইসলাম ধর্মের জন্ম কবে, সেটার কোনো ধারণাই নেই ওঁর।”

  • নেত্রীর প্রভাব: “আসলে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভুলভাল কথা বলেন, ওঁর দলের নেতারাও তাই শিখছেন।”

তুঙ্গে রাজনৈতিক তরজা

বিজেপির দাবি, এই মন্তব্যের মাধ্যমে কয়েক কোটি হিন্দু ধর্মাবলম্বীর বিশ্বাসে চরম আঘাত করা হয়েছে। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে ব্যক্তিগত মন্তব্য বলে দায় এড়ানো হলেও, বিধানসভা নির্বাচনের আবহে এই ‘রাম-কার্ড’ যে পদ্ম শিবিরকে বাড়তি অক্সিজেন দেবে, তা বলাই বাহুল্য।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy