উইন্ডোজ প্রোডাকশন হাউসের হাত ধরে বাংলা ছবির পর্দায় প্রথমবার আসতে চলেছে হরর কমেডি। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হয়েছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’, যার টিজার শনিবারই প্রকাশ্যে এল। বনি সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, স্বস্তিকা দত্ত এবং সোহম মজুমদারের মতো তারকাদের উপস্থিতিতে টিজারটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। ছবির কাহিনিকার জিনিয়া সেন জানিয়েছেন, ২০২৪ সালে কালিম্পংয়ের একটি পুরনো হোটেলে থাকার সময় নির্জন করিডোর দেখে তাঁর মাথায় এই গল্পের চিন্তা আসে।
পরিচালক অরিত্রর কথায়, এই ছবি শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং দর্শকদের হাসাতেও সাহায্য করবে। ছবির শুটিং হয়েছে লাভার গভীর জঙ্গলে, যেখানে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে কাজ করেছে গোটা টিম। মিমি, বনি ছাড়াও অনামিকা সাহা, কাঞ্চন মল্লিক এবং মানসী সিনহার মতো দক্ষ অভিনেতাদের এই ছবিতে দেখা যাবে। আগামী ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ‘ভুতুড়ে’ রোমাঞ্চ।