“ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হবে, যেতে হবে ডিটেনশন ক্যাম্পে!” অনন্ত মহারাজের ভয়ংকর দাবিতে শোরগোল বাংলায়; ড্যামেজ কন্ট্রোলে নামল বিজেপি।

ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে বাংলায় রাজনীতির পারদ চড়ছিলই, এবার সেই আগুনে ঘি ঢাললেন খোদ বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। সিতাইয়ের এক সভা থেকে নিজের দলের সরকারের নীতি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন তিনি। অনন্ত মহারাজের দাবি, ভোটার তালিকায় নাম না থাকলে নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হতে পারে, এমনকি তাঁদের ঠাঁই হতে পারে ডিটেনশন ক্যাম্পে!

“প্রমাণ করবে কারা? ওরাই তো বাংলাদেশি!”
এদিন রীতিমতো গর্জে উঠে অনন্ত মহারাজ প্রশ্ন তোলেন ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে। তিনি বলেন, “কে কোন দেশি, তা কে প্রমাণ করবে? যাদের হাতে খাতাকলম, তারা নিজেই তো বাংলাদেশি, ওরাই তো পাকিস্তানি!” তাঁর এই মন্তব্য সরাসরি সরকারি আধিকারিক এবং ব্যবস্থার দিকে আঙুল তুলেছে, যা নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

সাংসদের হুঁশিয়ারি, ভোটার তালিকায় নাম না উঠলে সরকারি সমস্ত সুবিধা বন্ধ হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ করে তিনি দাবি করেন, যাদের নাম তালিকায় নেই তাদের জন্য ডিটেনশন ক্যাম্প বানানো হচ্ছে।

বিজেপির অন্দর থেকে তৃণমূলের হাতে অস্ত্র?
অনন্ত মহারাজের এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, “আমরা যা এতদিন বলে আসছিলাম, আজ বিজেপির সাংসদ-বিধায়করাই সেই একই কথা বলছেন। বিজেপি আসলে বাঙালি ও বাংলাভাষীদের কোমর ভেঙে দিতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই এসব রুখে দেওয়া সম্ভব।”

ড্যামেজ কন্ট্রোলে রাহুল সিনহা
বিজেপি সাংসদের এমন বিস্ফোরক মন্তব্যে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তখন পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি সাফাই দিয়ে বলেন, “অনন্ত মহারাজ একটি অন্য জগৎ থেকে এসেছেন, রাজনীতিতে তিনি খুব একটা অভিজ্ঞ নন। হয়তো বিষয়টি বুঝতে ভুল করেছেন।” রাহুল সিনহা আশ্বস্ত করেন যে, সিএএ (CAA) অনুযায়ী বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের চিন্তার কোনও কারণ নেই।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে SIR
উল্লেখ্য, কেবল অনন্ত মহারাজই নন, এর আগে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকেও SIR ইস্যুতে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল। একদিকে বিজেপি যখন বলছে এটি অবৈধ অনুপ্রবেশকারী রোখার উপায়, তখন দলেরই অন্দরের ভিন্ন সুর ২০২৬-এর নির্বাচনের আগে বিজেপির ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy