কুয়েত থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্কের ঘটনা ঘটল। জরুরি ভিত্তিতে বিমানটিকে মুম্বইয়ে অবতরণ করানো হয়। যদিও প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিমানে কোনও বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি এবং হুমকি বার্তাটি ভুয়ো ছিল। বিমানসংস্থার তরফে অবশ্য ওই বিমানে মোট যাত্রীর সংখ্যা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।
ঠিক কী ঘটেছিল?
জানা যাচ্ছে, হায়দরাবাদ বিমানবন্দরে এদিন ইমেলের মাধ্যমে একটি হুমকি বার্তা আসে, যেখানে ওই ইন্ডিগো ফ্লাইটে বোমা থাকার কথা বলা হয়েছিল। নিরাপত্তার কারণে অবিলম্বে বিমানটিকে মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানটি নিরাপদে অবতরণ করার পর যাত্রীদের নামিয়ে শুরু হয় তল্লাশি। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিমানে বিপজ্জনক কিছু মেলেনি বলেই দাবি করা হয়েছে।
হুমকির পুনরাবৃত্তি:
এই ধরনের ঘটনা নতুন নয়। গত মাসেও হায়দরাবাদ বিমানবন্দরে ইমেল করে বোমার বিষয়ে ভুয়ো তথ্য পাঠানো হয়েছিল। শুধু বিমানবন্দর নয়, সম্প্রতি মহারাষ্ট্রের থানে জেলার মিরা রোড এলাকায় একটি বেসরকারি স্কুলেও বোমা বিস্ফোরণের ভুয়ো হুমকি এসেছিল। সোমবার, ১ ডিসেম্বর সকালে স্কুলের অফিসে একটি ইমেল আসে, যেখানে স্কুলটিকে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। পুলিশ সেখানে তল্লাশি শুরু করলেও পরে সেটি ভুয়ো বলে প্রমাণিত হয়।
ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও সরকারি বিবৃতি জারি করা হয়নি। ঘন ঘন এই ধরনের ভুয়ো হুমকি বার্তা আসার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।