একের পর এক নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রকোপ কাটিয়ে অবশেষে স্বস্তি আসতে চলেছে বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি বিদায় নেওয়ার পরই শহরে নামবে ঠাণ্ডার আমেজ। পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের শেষের দিক থেকেই শীতের আগমন টের পাওয়া যাবে।
আগামী সপ্তাহেই ২০ ডিগ্রির ঘরে তাপমাত্রা
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আকাশ মেঘমুক্ত হলেই ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ।
কলকাতা ও সংলগ্ন এলাকা: আগামী সপ্তাহের শেষের দিকে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছবে।
পশ্চিমাঞ্চলের জেলা: পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমবে, যা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছবে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নতুন করে বঙ্গোপসাগরে আর কোনো নিম্নচাপ তৈরি না হলে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং আবহাওয়া শুষ্ক হয়ে উঠবে।
বর্ষা বিদায় এবং হেমন্তের আগমন
দীর্ঘদিন ধরে বৃষ্টি চলার পর এবার দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায়ের চূড়ান্ত সময় জানাল আলিপুর:
দক্ষিণবঙ্গ: ১২ থেকে ১৪ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গ: ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গ থেকেও বর্ষা বিদায় নিতে পারে। নীচু তরাই অঞ্চলে ১৫ অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় হবে।
আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে হেমন্তের আমেজ মিলবে বঙ্গে। সকালের দিকে বেশ ঠান্ডা আবহাওয়া এবং বিকেলের পর থেকে শীতের আমেজ অনুভূত হবে। আকাশ পরিষ্কার হলেই উত্তরবঙ্গে ঝলমলে রোদ এবং কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজও বৃষ্টির সতর্কতা
যদিও ঠাণ্ডা আসার আগে আরও কিছুটা বৃষ্টি বাকি। ৮ থেকে ১০ অক্টোবর সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সতর্কতা: ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় দিনের যেকোনো সময় অল্প বৃষ্টি এবং অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
বৃষ্টির সময়কাল: বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।