বিধানসভা নির্বাচনের ঠিক আগে বীরভূমের নানুরে পুলিশ সুপারের (SP) এক গোপন বৈঠককে ঘিরে জল্পনা ছড়িয়েছে। রবিবার, ছুটির দিনে সার্কিট হাউসে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। কেন এমন একান্ত এবং গোপনীয়তা বজায় রেখে বৈঠক করা হলো, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।
জানা গেছে, রবিবার বিকেল ৩টে থেকে ৫টার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন, তাই এমন বিশেষ বৈঠক স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে দৃষ্টি আকর্ষণ করেছে।
গোপনীয়তার কারণ কী?
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই বৈঠকটি এসআইআর (Special Intensive Revision) অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পর্কিত হতে পারে। নির্বাচন কমিশন বর্তমানে ভোটার তালিকা নির্ভুল করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে। এই পরিস্থিতিতে ভোট সংক্রান্ত নিরাপত্তা এবং তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্যই পুলিশ সুপার সার্কিট হাউসে এই একান্ত বৈঠক ডেকে থাকতে পারেন।
তবে ছুটির দিনে এবং এমন গোপনীয়তা বজায় রেখে বৈঠক হওয়ায় নানুরের স্থানীয় মহলে বিভিন্ন মহলে এর কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। বৈঠকের মূল বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।