বিহার বিজেপির অন্দরে বড়সড় রদবদল। কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা জয় করে বিহার বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন নীতীন নবীন। বুধবার এই খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন পাটনার বিজেপি কর্মী ও সমর্থকরা। ‘ঘরের ছেলে’ নীতীনকে সংগঠনের শীর্ষ পদে দেখে কার্যত অকাল উৎসবে মেতেছে বিহারের গেরুয়া শিবির।
পাটনার রাজ্য সদর দফতরে ভিড় জমান কয়েক হাজার সমর্থক। ব্যান্ড-বাজনা আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। আনন্দ ভাগ করে নিতে পথচলতি সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করেন বিজেপি কর্মীরা। সমর্থকদের দাবি, নীতীন নবীন মাটি কামড়ে পড়ে থাকা নেতা, তাঁর নেতৃত্বে আগামী দিনে বিহারে বিজেপি আরও শক্তিশালী হবে। স্থানীয় এক নেতার কথায়, “নীতীনজি আমাদের প্রত্যেকের সমস্যার কথা শোনেন। তাঁকে সভাপতি করে কেন্দ্রীয় নেতৃত্ব কর্মীদের দাবি পূরণ করেছে।” ২০২৬-এর গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে নবীনের এই নিয়োগ বিহারের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।