উৎসবের মরশুমে মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার ভোরে বিহারের পূর্ণিয়ায় বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালেন অন্তত চারজন। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পূর্ণিয়ার জিএমসিএইচ-এ (GMCH) ভর্তি করা হয়েছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয়রা জানাচ্ছে, নিহত যুবকরা দুর্গাপূজার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ফিরছিলেন। এদিন ভোরে জগবনি–পাটলিপুত্র রুটের বন্দে ভারত এক্সপ্রেস তাঁদের ধাক্কা মারে।
হতাহতের সংখ্যা: ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের।
উদ্ধার কাজ: দুর্ঘটনার পর দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেলপুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
তদন্তে রেলপুলিশ
এই ভয়াবহ দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। রেলপুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুটি দিক খতিয়ে দেখছে:
১. রেলকর্মীদের গাফিলতি ছিল কিনা।
২. দ্রুতগতির ট্রেন উপেক্ষা করে রেললাইন পার হতে গিয়ে বিপদ হয়েছে কিনা।
রেলপুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে সব দিক খতিয়ে দেখার চেষ্টা চলছে। দ্রুত দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।