বিশ্বকাপ জয়ের আনন্দেই বিষাদ! পলাশের সঙ্গে বিয়ে ভাঙল স্মৃতি মান্ধানার? নেটফ্লিক্সে কপিল শর্মার শো ঘিরে দানা বাঁধল রহস্য

২০২৫-এর ওয়ান ডে বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই বড়সড় ধাক্কা ভারতীয় ক্রিকেট মহলে। বিশ্বজয়ী দলের অন্যতম তারকা ব্যাটার স্মৃতি মান্ধানার ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের পিচে যে পলাশ মুচ্ছল স্মৃতিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, সেই পলাশের সঙ্গেই নাকি সাতপাক ঘোরা হচ্ছে না স্মৃতির! দীর্ঘদিনের সম্পর্কে কি তবে ইতি পড়ল? সেই জল্পনা উসকে দিয়েই এবার কপিল শর্মার শো থেকে নিজেকে সরিয়ে নিলেন স্মৃতি।

আগামী ২৭ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সম্প্রচারিত হতে চলেছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর বিশেষ পর্ব। ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ জয়কে উদযাপন করতেই এই পর্বটির আয়োজন করা হয়েছিল। প্রোমোতে দেখা যাচ্ছে অধিনায়ক হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, জেমাইমা রদ্রিগেজ থেকে শুরু করে গোটা দল এবং কোচ অমল মুজুমদার উপস্থিত থাকলেও, সেখানে নেই দলের পোস্টার গার্ল স্মৃতি মান্ধানা। বিশ্বকাপ জয়ের পার্টিতে যে স্মৃতি সবাইকে নাচতে বাধ্য করেছিলেন, তিনিই আজ কেন অন্তরালে—সেই প্রশ্নেই এখন তোলপাড় অনুরাগী মহল।

স্মৃতি ও পলাশের বিয়ে নিয়ে জল অনেকদূর গড়িয়েছে। শুরুতে শোনা গিয়েছিল স্মৃতির বাবার অসুস্থতার কারণে বিয়ে স্থগিত হয়েছে। কিন্তু পরে জল্পনা ছড়িয়ে পড়ে যে, পলাশের ফোনে জনৈক মহিলার সঙ্গে আপত্তিকর মেসেজ আদান-প্রদান ঘিরেই সম্পর্কে ফাটল ধরেছে। পলাশ মুচ্ছল ও স্মৃতি উভয়েই সোশ্যাল মিডিয়ায় বিয়ে বাতিলের ইঙ্গিত দিয়েছেন। মানসিকভাবে বিধ্বস্ত স্মৃতি আপাতত কোনো অনুষ্ঠানে যোগ দিতে চাইছেন না বলেই মনে করা হচ্ছে। কপিলের শো-তে সুনীল গ্রোভার ও কৃষ্ণার ‘করণ-অর্জুন’ কমেডি যখন বাকিদের হাসাচ্ছে, তখন স্মৃতির অনুপস্থিতি ভক্তদের মনে বিষাদের সুর তুলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy