বিরাট-রুতুরাজের ৩৫৯ রানের টার্গেটও রক্ষা করতে পারেনি ভারত, ৪ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা। হারের জন্য টসকে দায়ী করে আক্ষেপ প্রকাশ করলেন অধিনায়ক কে এল রাহুল। শিশির, ব্যাটিং এবং ফিল্ডিং—৩টি ক্ষেত্রেই দলকে কাঠগড়ায় তুললেন তিনি।
বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে পরাজয়ের পর হতাশা চেপে রাখতে পারেননি মেন ইন ব্লু-র অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব্যাট করে কোহলি-গায়কোয়াড়ের সেঞ্চুরিতে ভর করে ভারত ৩৫৯ রানের বিশাল লক্ষ্য দিলেও, প্রোটিয়ারা সেই রান ৪ উইকেট হাতে রেখেই তুলে নেয়।
ম্যাচ শেষে হারের কারণ জানাতে গিয়ে রাহুল স্পষ্ট বলেন, “টসে হারাটাই সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল।” তিনি নিজেকেই কাঠগড়ায় তুলে বলেন, “পরপর দু’টি টস হারানোর জন্য আমি নিজেকেই দোষ দিচ্ছি।”
তাঁর দাবি, ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রচণ্ড শিশির পড়ায় বোলিং করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। আম্পায়ারদের একাধিকবার বল বদলাতে হলেও পরিস্থিতি সামলানো যায়নি।
‘আরও ২০-২৫ রান কম হয়েছে’
রাহুল মনে করেন, ৩৫০ রান যথেষ্ট হলেও, বোলারদের সুবিধা দিতে আরও ২০-২৫ রান বেশি করা দরকার ছিল। তাঁর কথায়, “লোয়ার মিডিল অর্ডার আরও একটু ভালো খেললে এই রান বোর্ডে তোলা যেত। আমার ৬ নম্বরে নামার কথা ছিল, কিন্তু নামতে হয় ৫ নম্বরে।”
শুধু ব্যাটিং নয়, ফিল্ডিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ক্যাপ্টেন। তিনি বলেন, “ফিল্ডিং করার সময় আমরা কিছু সহজ রান দিয়েছি। সেখানেও উন্নতি দরকার। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং—এই তিন দিকেই আমরা যদি একটু ভালো করতাম, তাহলে বাড়তি ২০-২৫ রান আমাদের পক্ষে যেত।”
তিনি বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়ের দুর্দান্ত সেঞ্চুরির প্রশংসা করেন। তবে সিরিজের ফয়সলা এখন পরের ম্যাচে, যা আগামী ৬ ডিসেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হবে।