বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার আন্দোলনের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি হুঙ্কার দিয়েছেন যে, আগামী গঙ্গাসাগর মেলার পর ৫ লক্ষ সাধুসন্ত ও সনাতনী মানুষকে নিয়ে কলকাতায় বাংলাদেশ হাই-কমিশন অভিযান করবেন। এই ইস্যুতে একদিকে যেমন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় তুলেছেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘নীরবতা’ নিয়েও চাঁচাছোলা আক্রমণ শানিয়েছেন।
শুভেন্দু অধিকারী এদিন বলেন, “বাংলাদেশে একের পর এক হিন্দু হত্যা হচ্ছে, অথচ এপার বাংলার মুখ্যমন্ত্রী নিজের ভোটব্যাঙ্ক বাঁচাতে চুপ করে আছেন। ইউনূস সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ। গঙ্গাসাগর মেলায় সারাদেশ থেকে সাধুসন্তরা আসছেন। মেলা শেষ হলেই তাঁদের সাথে নিয়ে আমরা ৫ লক্ষ মানুষ হাই-কমিশনের সামনে গিয়ে গর্জে উঠব।” তিনি আরও হুঁশিয়ারি দেন যে, সনাতনী হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে সীমান্ত বাণিজ্য বন্ধের দাবিও আরও জোরালো হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুভেন্দুর এই ‘৫ লক্ষ সাধু’র হুঙ্কার কলকাতার রাজপথে এক নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি করতে পারে। বিশেষ করে গঙ্গাসাগর মেলার পর ভিনরাজ্যের সাধুরা এই আন্দোলনে সামিল হলে তা আন্তর্জাতিক স্তরেও বড় বার্তা দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে শুভেন্দু দাবি করেন, তৃণমূল সরকার ‘তোষণ’ করতে গিয়ে হিন্দুদের নিরাপত্তা ও আবেগের কথা ভুলে গিয়েছে। সব মিলিয়ে দীপু দাসের খুনের রেশ এবার কলকাতার রাজপথে এক মহানিছলে রূপ নিতে চলেছে।