বিরাট খবর! ভারত-চিন সরাসরি আকাশপথ খুলছে, কলকাতা থেকে গুয়াংজু উড়ান শুরু করছে ইন্ডিগো, দিল্লি থেকেও আসছে সুখবর

লাদাখ সীমান্ত সংঘাত ও কূটনৈতিক সম্পর্কের অবনতির জেরে ২০২০ সালের গোড়ার দিকে বন্ধ হয়ে যাওয়া ভারত এবং মূল ভূখণ্ড চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা অবশেষে পুনরায় চালু হতে চলেছে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, এ মাসের শেষ দিক থেকে (শীতকালীন সূচি) শর্তসাপেক্ষে ফের উড়ান শুরু হবে।

এই সুযোগকে কাজে লাগিয়ে বেসরকারি বিমান সংস্থাগুলি দ্রুত পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে।

ইন্ডিগোর বড় ঘোষণা: কলকাতা থেকে শুরু
বিমান পরিষেবা চালুর প্রথম ধাপে বড় ঘোষণা করল ইন্ডিগো। সংস্থা জানিয়েছে:

আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা থেকে গুয়াংজু পর্যন্ত দৈনিক ফ্লাইট চালানো হবে।

কলকাতা-গুয়াংজু রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ (৩ অক্টোবর) থেকেই।

এরপরে দিল্লি থেকেও গুয়াংজুর জন্য সরাসরি ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে ইন্ডিগোর।

ইন্ডিগোর সিইও পিটার এলবার্স বলেন, “চিনে সরাসরি বিমান চালুর এই পদক্ষেপ আমাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক শক্তিশালী করবে। ব্যবসা, বাণিজ্য ও পর্যটন—সব ক্ষেত্রেই এর সুবিধা মিলবে।”

এয়ার ইন্ডিয়াও পথে আসছে
সূত্র মারফত জানা গিয়েছে, টাটাদের হাতে যাওয়া এয়ার ইন্ডিয়াও এ বছর শেষ হওয়ার আগেই দিল্লি-সাংহাইয়ের মধ্যে সরাসরি বিমান চালুর পরিকল্পনা করছে। যদিও সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

যাত্রীদের সুবিধা ও প্রতিযোগিতার আবহ
কোভিড অতিমারি এবং সীমান্ত সংঘাতের কারণে এতদিন সরাসরি যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীদের দক্ষিণ-পূর্ব এশিয়ার হাব (যেমন ব্যাঙ্কক, সিঙ্গাপুর) হয়ে যাতায়াত করতে হচ্ছিল, যার ফলে বাড়ছিল খরচ ও যাত্রাসময়। সরাসরি বিমান পরিষেবা চালু হওয়ায় সেই দুর্ভোগ কমবে।

বিশেষজ্ঞরা বলছেন, ২০১৯ সালের ডিসেম্বরে দুই দেশের মধ্যে মাসে ৫৩৯টি সরাসরি ফ্লাইট চলত, যার বেশিরভাগই চালাত চিনা এয়ারলাইনগুলি। কিন্তু এখন এয়ার ইন্ডিয়া বেসরকারি হাতে যাওয়ায় এবং ইন্ডিগো আন্তর্জাতিক রুটে জোর দেওয়ায়, ফের শুরু হলে ভারত-চিন আকাশপথের প্রতিযোগিতা আগের মতো একপেশে থাকবে না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy