উত্তর ২৪ পরগনার বসিরহাটে এক বড়সড় বিতর্ক মাথাচাড়া দিয়েছে, যা অবৈধ অনুপ্রবেশ এবং ভুয়ো নাগরিক নথির চক্রের দিকে আঙুল তুলেছে। স্থানীয় বাসিন্দা ৬৭ বছর বয়সী আবুল হোসেনের স্ত্রী সালেহা বিবি এবং তাঁর বৌমা রিনা আক্তার বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও তাঁদের কাছে আধার কার্ড, ভোটার কার্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ ভারতীয় নথি কীভাবে এলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, সালেহা বিবি ২০০২ সালের ভোটার তালিকায় নাম নথিভুক্ত না থাকা সত্ত্বেও বহুবার ভোট দেওয়ার কথা স্বীকার করেছেন।
SIR ফর্মে ফাঁস সত্য:
প্রশাসনের কাছে এই গুরুতর বিষয়টি ধরা পড়ে যখন SIR (Summary of Information Report) ফর্মে আবুল হোসেনের পরিবারের চার সদস্যের নাম ওঠে। বিষয়টি নজরে আসতেই বসিরহাটের প্রশাসন এবং বুথ লেভেল অফিসাররা (BLO) দ্রুত তৎপর হয়েছেন।
স্থানীয় প্রশাসন এখন এই ঘটনা নিয়ে কড়া তদন্ত শুরু করেছে। কীভাবে বাংলাদেশের দুই নাগরিক ভারতের এত গুরুত্বপূর্ণ নথি, বিশেষত ভোটার কার্ড জোগাড় করে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছিলেন, সেই ভুয়ো নথি চক্রের উৎস সন্ধানে নেমেছে প্রশাসন। এই ঘটনায় বসিরহাট এলাকায় অবৈধ অনুপ্রবেশের আতঙ্ক আরও বেড়ে গেল।