ব্যবসায়িক পুরোনো গন্ডগোলের জেরে এক বেকারি ব্যবসায়ীর দোকানে হামলা এবং প্রায় ২০ থেকে ২৫টি বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। এই ভয়াবহ হামলায় ৪ থেকে ৫ জন আহত হয়েছেন। অভিযোগের তীর এলাকারই এক প্রভাবশালী ব্যক্তি ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রের খবর, হাওড়ার পাঁচলা বিধানসভা এলাকার পোলগুস্তিয়া গ্রামে ঘটেছে এই ঘটনা। ব্যবসায়ী আক্তার আলি মল্লিকের দোকানে জিনিস কেনার অছিলায় হামলা চালানো হয়। অভিযোগ, এলাকার বাসিন্দা শেখ সাফিউল্লা ওরফে বলাই এবং তাঁর দুই ছেলে ৪০-৫০ জন বহিরাগত দুষ্কৃতী এনে এই কাণ্ড ঘটান। গোটা গ্রাম বোমার স্প্লিন্টারে ভরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং আরএএফ (RAF) পৌঁছায়। অভিযুক্তদের খোঁজে গ্রামের বিভিন্ন প্রান্তে চলছে জোরদার তল্লাশি। এখনও কেউ গ্রেফতার হয়নি।
মুর্শিদাবাদে মাটির তলা থেকে ৭০টি সকেট বোমা উদ্ধার
অন্যদিকে, গতকালই মুর্শিদাবাদের ডোমকলে ৩ জার ভর্তি ৭০টি সকেট বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ডোমকল থানার কুপিলা বিশ্বাসপাড়া মাঠে অভিযান চালায় পুলিশ। রাতের অন্ধকারে মাটির তলা থেকে এই বিপুল পরিমাণ বোমা উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে অনুমান, তিনটি জারে মোট প্রায় ৭০টি সকেট বোমা মজুত করা ছিল। এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ পাহারা দিচ্ছে। ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে নিষ্ক্রিয় করার জন্য। কে বা কারা কী কারণে এই বোমা মজুত করেছিল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।