ইন্ডিগো (IndiGo)-র একের পর এক উড়ান বাতিলের ঘটনায় যখন দেশজুড়ে চরম বিশৃঙ্খলা চলছে, তখন এই ভোগান্তির শিকার হলেন ভারতে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার সাইমন উয়ং (Simon Wong)। একজন উচ্চপদস্থ কূটনীতিকের এভাবে আটকে পড়া দেশের বিমান পরিষেবা ব্যবস্থার মুখ পুড়িয়ে আন্তর্জাতিক মহলে বিড়ম্বনা সৃষ্টি করেছে।
দূতাবাস কর্মীর বিয়ে উপলক্ষে ঝাড়খণ্ডের দেওঘরে যাচ্ছিলেন হাইকমিশনার। কিন্তু উড়ান বাতিলের কারণে তিনি সেই আনন্দানুষ্ঠানে যোগ দিতে পারেননি। এই মর্মাহত ঘটনা তিনি নিজের X (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করার পর পরই সেটি ভাইরাল হয়ে যায়।
X পোস্টে লজ্জায় মুখ ঢাকলেন রাষ্ট্রদূত:
সাইমন উয়ং তাঁর পোস্টে লজ্জায় মুখ ঢাকার ইমোজি (🤦♂️) ব্যবহার করে লেখেন, “ইন্ডিগোর দ্বারা আটকে পড়া হাজার হাজার যাত্রীর মতো আমিও আটকে পড়েছি। আমার দেওঘরে যাওয়ার কথা ছিল। কিন্তু দেওঘরের বিমান বাতিল করা হয়েছে।”
তিনি আরও লেখেন, “আমার নবযুবক কর্মীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই দুর্ভোগের কারণে তাঁর শাদিতে (বিয়েতে) যেতে পারলাম না। কথা দিয়েও কথা রাখতে পারিনি বলে আমি লজ্জিত।”
তিনি বিমান সংস্থার পাঠানো দুটি হোয়াটসঅ্যাপ বার্তাও শেয়ার করেন— প্রথমটিতে ওয়েব চেক-ইন সম্পন্ন হওয়ার বার্তা, এবং কয়েক মিনিটের মধ্যেই দ্বিতীয় বার্তায় ‘চলতি বিঘ্নের কারণে’ উড়ান বাতিলের ঘোষণা ও ৩-৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার আশ্বাস।
হাইকমিশনারের এই পোস্ট বুঝিয়ে দেয়, ইন্ডিগোর এই চরম অব্যবস্থা শুধু সাধারণ যাত্রী নয়, বরং আন্তর্জাতিক স্তরে দেশের ভাবমূর্তির ক্ষতি করছে। বিশেষত বিয়ের মরশুমে বহু যাত্রীই এক শহর থেকে অন্য শহরে গিয়েছেন, যাঁরা ঘোর বিপদে পড়েছেন। এই ব্যাপক দুর্ভোগের এখনও কোনও সুরাহা মেলেনি।