ভারতের বীর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তথা বাঘা যতীনের ১৪৬তম জন্মজয়ন্তী রবিবার পার হলেও, সেই উপলক্ষে সমাজসেবামূলক উদ্যোগের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হল। আজ, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীকে সামনে রেখে তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় বাঘাযতীন পাঠাগারের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর বিশ্বজিৎ চ্যাটার্জি, ক্লাব সম্পাদক প্রদীপ দে, ক্লাবের বিশিষ্ট সদস্য প্রভাত ঘোষ সহ ক্লাবের অন্যান্য সদস্য এবং এলাকার বহু মানুষ।
‘সামাজিক যজ্ঞ’ রূপে পালন
এ বিষয়ে ক্লাব সম্পাদক প্রদীপ দে এবং বিশিষ্ট সদস্য প্রভাত ঘোষ জানান, মহান বিপ্লবী বাঘা যতীনের জন্মজয়ন্তীকে সামনে রেখে প্রতিবছরই তাঁদের এই সামাজিক যজ্ঞ চলে। শুধু জন্মজয়ন্তী নয়, বাঘাযতীন পাঠাগার সারা বছর ধরে বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত থাকে।
তাঁরা বলেন, শ্রাবণ মাসে এবং চৈত্র মাসে মন্দিরে আগত তীর্থযাত্রীদের সেবায় এই পাঠাগার সক্রিয় ভূমিকা নেয়। পাশাপাশি, এলাকার দুঃস্থ ছাত্র-ছাত্রীদের সাহায্যে এবং দুঃস্থ ও অসহায় মানুষের সেবায় তাঁরা সর্বদা নিয়োজিত থাকেন। বাঘাযতীন পাঠাগারের এই উদ্যোগ বিপ্লবী নেতার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি জনকল্যাণে তাদের দায়বদ্ধতাকেও তুলে ধরল।