দশমীর রাতেই আসন্ন শীত মরশুমের সুখবর নেমে এল কাশ্মীরের গুলমার্গে। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন স্কি রিসর্ট গুলমার্গ মরশুমের প্রথম তুষারপাতে ঢেকে গিয়েছে। দূরের পাহাড় থেকে শুরু করে রিসর্ট পর্যন্ত সর্বত্রই এখন সাদা বরফের পুরু চাদর।
পর্যটন ব্যবসায় নতুন আশা
এই তুষারপাত উপত্যকার তাপমাত্রা যেমন একধাক্কায় নামিয়ে দিয়েছে, তেমনই খুশির রং ছড়িয়ে দিয়েছে এখানকার পর্যটন ব্যবসায়।
ক্ষতির ধাক্কা সামলে: গত এপ্রিলে পহলগামে জঙ্গি হানার জেরে কাশ্মীর পর্যটন প্রচণ্ড ক্ষতির মুখে পড়ে। মাসখানেক বন্ধ থাকার পর পর্যটন কেন্দ্রগুলি খুললেও, অনেক ভ্রমণার্থী তাঁদের কাশ্মীর যাত্রা বাতিল করেন।
শুভ সংকেত: দুর্গার কৈলাসযাত্রার রাতেই এত আগে মরশুমের প্রথম তুষারপাতে হোটেল ও পর্যটন ব্যবসায় যুক্ত মানুষজন তাই অত্যন্ত খুশি। তাঁদের মতে, এত আগে তুষার পড়াটা খুবই আশাব্যঞ্জক। এই খবর ভ্রমণার্থীদের মনে নতুন উৎসাহ তৈরি করবে।
শ্রীনগরে থাকা এক ট্যুর অপারেটর বলেন, “গুলমার্গে বরফ পড়ার খবর ছেয়ে গিয়েছে। এটা একটা বিরাট শুভ সংকেত। কাশ্মীরের অন্যতম আকর্ষণই হল স্কি, স্নো বোর্ডিং ও শীতকালীন ট্রেকিং। তা আবার চাঙ্গা হয়ে উঠবে এই খবরে। গোটা পর্যটন শিল্প এমনই একটি দিনের জন্য অপেক্ষা করে ছিল।”
ব্যবসায়ীদের আশা, এই তুষারপাতে আবার বুকিং শুরু হয়ে যাবে এবং কয়েক মাসের অনিশ্চয়তার অন্ধকার কাটিয়ে এবার বিপুল সংখ্যায় পর্যটকের ঢল নামবে।
আবহাওয়ার পূর্বাভাস ও পশ্চিমী ঝঞ্ঝা
আবহাওয়া দফতরও আগামী কয়েকদিন উপত্যকায় বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝা: পূর্বাভাসে বলা হয়েছে, একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা জম্মু-কাশ্মীরের দিকে এগিয়ে আসছে।
ভারী বৃষ্টি ও বরফ: এর ফলে ৪ থেকে ৭ অক্টোবর পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত উঁচু পাহাড়ি এলাকাগুলিতে ভাল পরিমাণে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
রাস্তা বন্ধের আশঙ্কা: আবহাওয়ার এই পরিবর্তনের জন্য বেশ কিছু জায়গায় রাস্তা আটকে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।