বারাসাতে ১৫ বছর পার, এবার কি টিকিট পাবেন না চিরঞ্জিত? ভরা মঞ্চে ডুকরে কেঁদে উঠলেন মেগাস্টার!

রাজনীতি কি এবার মোহভঙ্গ ঘটাচ্ছে টলিউডের অভিজ্ঞ অভিনেতা তথা বারাসাতের টানা ১৫ বছরের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর? বুধবার বারাসাতের একটি অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আবেগে ভাসলেন বর্ষীয়ান এই তারকা। শুধু রাজনীতি নয়, টলিউডের বর্তমান পরিস্থিতি এবং তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এমন কিছু কথা বললেন যা নিয়ে এখন রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে।

মঞ্চে চোখের জল ও টিকিটের দোলাচল সামনেই বিধানসভা নির্বাচন। বারাসাত কেন্দ্রে টানা তিনবার জয়ী হয়ে ১৫ বছর বিধায়ক পদ সামলেছেন চিরঞ্জিত। কিন্তু এবার কি দল তাঁকে ফের টিকিট দেবে? এই প্রশ্ন যখন জেলা রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই জনসমক্ষে মঞ্চের ওপর আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। তাঁর চোখে জল দেখে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যেও গুঞ্জন শুরু হয়। চিরঞ্জিতের এই চোখের জল কি তবে দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার শেষের ইঙ্গিত? যদিও সরাসরি টিকিট না পাওয়া নিয়ে তিনি কিছু বলেননি, তবে তাঁর শরীরী ভাষা এবং কথাবার্তায় এক ধরনের আক্ষেপ ফুটে উঠেছে।

উত্তম-সুচিত্রা যুগ ও টলিউড নিয়ে ক্ষোভ রাজনীতির পাশাপাশি এদিন চিরঞ্জিত সরব হন টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়েও। তিনি বলেন, “উত্তম কুমার বা সুচিত্রা সেনের যুগে যে ধরনের সুস্থ সংস্কৃতির সিনেমা হতো, তা এখন আর হয় না। সেই স্বর্ণযুগ শেষ হয়ে গিয়েছে।” টলিউড ফেডারেশনের অভ্যন্তরীণ সমস্যা এবং গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও নিজের বিরক্তি প্রকাশ করেন তিনি। চিরঞ্জিতের মতে, সিনেমার চেয়ে এখন দলাদলি আর দাপট দেখানোর লড়াই বেশি হচ্ছে, যা শিল্পের জন্য অত্যন্ত ক্ষতিকর।

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা রাজনৈতিক মহলের একাংশের মতে, চিরঞ্জিত চক্রবর্তী অনেকদিন ধরেই সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে চাইছিলেন। কিন্তু দলের প্রয়োজনে তাঁকে বারবার নির্বাচনী লড়াইয়ে নামতে হয়েছে। তবে এবার বারাসাতে নতুন মুখের দাবি উঠছে। মঞ্চে তাঁর এই কান্না কি অভিমানের বহিঃপ্রকাশ না কি বিদায়বেলার প্রস্তুতি, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। চিরঞ্জিত কেবল একজন বিধায়ক নন, তিনি বারাসাতের মানুষের কাছে জনপ্রিয় মুখ। তাঁর মতো হেভিওয়েট প্রার্থীর টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্বও।

এখন দেখার, ঘাসফুল শিবির কি ফের তাঁর ওপর ভরসা রাখে, না কি ১৫ বছরের এই দীর্ঘ সম্পর্কে ইতি পড়ে এবারের নির্বাচনে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy