নামী বাবার কুলাঙ্গার সন্তান! পাকিস্তানের কিংবদন্তি লেগ-স্পিনার প্রয়াত আবদুল কাদিরের ছেলে সুলেমান কাদিরের বিরুদ্ধে উঠল ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ। বাড়ির পরিচারিকাকে যৌন হেনস্থার দায়ে সুলেমানকে গ্রেফতার করেছে পাকিস্তানি পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্রিকেট মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
খামারবাড়িতে নিয়ে গিয়ে লালসা মেটানোর চেষ্টা!
নির্যাতিতা ওই পরিচারিকার অভিযোগ অত্যন্ত ভয়াবহ। তিনি পুলিশকে জানিয়েছেন, সুলেমান তাঁকে জোরপূর্বক একটি খামারবাড়িতে নিয়ে যান এবং সেখানে তাঁর ওপর পাশবিক অত্যাচার চালান। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে এবং নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়।
মেডিক্যাল রিপোর্টে সিলমোহর: > প্রাথমিক মেডিক্যাল পরীক্ষায় ওই মহিলার ওপর যৌন হেনস্থার প্রমাণ মিলেছে। এরপরই কঠোর অবস্থান নেয় প্রশাসন। সুলেমান কাদিরের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তাঁকে তড়িঘড়ি গ্রেফতার করা হয়েছে।
কে এই সুলেমান কাদির?
পাক লেজেন্ড আবদুল কাদিরের চার ছেলের মধ্যে অন্যতম হলেন এই সুলেমান। বাবার মতো আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করতে না পারলেও তিনি প্রথম শ্রেণির ক্রিকেটার ছিলেন। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ২৬টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৪০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন এই ৪১ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটার।
কালিমালিপ্ত আবদুল কাদিরের উত্তরাধিকার
আবদুল কাদির ছিলেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। ৬৭টি টেস্ট এবং ১০৪টি ওডিআই খেলে নিজের স্পিন জাদুতে বিশ্বকে মোহিত করেছিলেন তিনি। ২০১৯ সালে তাঁর প্রয়াণের পর তাঁর পরিবারকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হতো। কিন্তু সুলেমানের এই ‘ঘৃণ্য’ কাজ সেই সম্মানে কালি লেপে দিল বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা।
হতে পারে কঠোর সাজা
বর্তমানে সুলেমান কাদির পুলিশি হেফাজতে রয়েছেন। তাঁকে দফায় দফায় জেরা করা হচ্ছে। পাকিস্তানের আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত হলে তাঁর বড়সড় কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তানের সাধারণ মানুষ ও নেটিজেনরা।