বাবার ‘কর্মফলে’ মেয়ের দিকে কটাক্ষ! শ্রীময়ী-কন্যা কৃষভিকে নিয়ে কুৎসিত মন্তব্য!

টলিউডের তারকা কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ সোশ্যাল মিডিয়ার ট্রোলিংয়ের শিকার নতুন নন। তাঁদের সম্পর্ক, বিয়ে এবং কাঞ্চনের বিবাহিত জীবন নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়েছেন তাঁরা। তবে এবার আক্রমণের নিশানায় স্বয়ং তাঁদের একরত্তি কন্যা কৃষভি। মেয়ের ছবি বা ভিডিওতে কুরুচিকর মন্তব্য করায় এবার আর চুপ করে থাকতে পারলেন না মা শ্রীময়ী।

👶 শিশুকন্যার প্রতি অশালীন মন্তব্য
সম্প্রতি শ্রীময়ী নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি রিল ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে দেখা যায়, শ্রীময়ী মেকআপ নিচ্ছেন আর তাঁর কোলে বসে রয়েছে ছোট্ট কৃষভি। মেকআপ আর্টিস্টের ব্রাশ মুখে চলতেই ছোট্ট কৃষভি বিরক্ত হয়ে যায়, যা দেখে অনেকেই তাকে ভালোবাসা জানান। তবে নেটিজেনদের একাংশ—বিশেষ করে কিছু মহিলা—কৃষভির দিকে আক্রমণাত্মক মন্তব্য ছুঁড়ে দেন।

প্রথম কটাক্ষ: এক মহিলা মন্তব্য করেন, “আমার জীবনে দেখা প্রথম বাচ্চা, যাকে দেখলে আদর করতে ইচ্ছে করে না…বিরক্ত লাগে।” এই ধরনের মন্তব্যের জন্য ওই মহিলাকে অন্য নেটিজেনরা পাল্টা ধুয়ে দেন।

দ্বিতীয় কটাক্ষ: আরেক মহিলা আরও একধাপ এগিয়ে লেখেন, “বাচ্চা আদুরে জিনিস। কিন্তু কেন জানিনা এই বাচ্চাকে দেখতে অড লাগে। ওর বাবার কপি। ওর বাবার কর্মের কথা মনে পড়ে। আরেকটা বাচ্চার সাথে হওয়া অন্যায়ের কথা মনে পড়ে।”

😠 শ্রীময়ীর মোক্ষম জবাব
নিজের মেয়ের দিকে এমন ব্যক্তিগত আক্রমণ আসতেই চুপ করে থাকতে পারেননি মা শ্রীময়ী। দ্বিতীয় মহিলার মন্তব্যের নীচে তিনি সরাসরি কড়া জবাব দেন।

শ্রীময়ী লেখেন, “কারণ আপনার মানসিকতাটাই অড। আপনি নিজেকে আয়নার সামনে দেখেছেন একবার, আয়নাও আঁতকে উঠবে এতটাই অড।”

শ্রীময়ীর এই সরাসরি জবাবের পর অনেকেই তাকে সমর্থন জানিয়েছেন।

💔 ডিভোর্স ও নতুন অধ্যায়
এই কটাক্ষের পিছনে নেটিজেনদের একাংশের পুরোনো বিতর্ক উসকে দেওয়ার চেষ্টা রয়েছে। ২০২১ সাল থেকেই কাঞ্চন মল্লিক ও তাঁর প্রথম স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের ভাঙন প্রকাশ্যে আসে। সেই সময় শ্রীময়ীর নাম বিতর্কে জড়িয়েছিল। নানা আইনি টানাপড়েনের পর ২০২৫ সালের জানুয়ারিতে কাঞ্চন-পিঙ্কির ডিভোর্স চূড়ান্ত হয়। কাঞ্চন তাঁদের ছেলে ওশ (বয়স ১১)-এর খোরপোশ বাবদ ৫৬ লক্ষ টাকা দেন। বর্তমানে বাবা-ছেলের মধ্যে যোগাযোগ প্রায় নেই।

ডিভোর্সের পরপরই কাঞ্চন ও শ্রীময়ীর আইনি ও সামাজিক বিয়ে সম্পন্ন হয়। গত বছর নভেম্বরে জন্ম হয় তাঁদের মেয়ে কৃষভির। যেহেতু কৃষভিকে দেখতে একদম বাবা কাঞ্চনের মতো, তাই তার ছবি দেখলেই অনেকেই আগের বিতর্কের প্রসঙ্গ টেনে মন্তব্য করে বসেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy