মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন এখন তুঙ্গে। এই ঘটনায় দল ইতিমধ্যেই বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করেছে। তবে তাতে থোড়াই কেয়ার করছেন এই বিতর্কিত বিধায়ক। দলের সাসপেনশনকেও পরোয়া না করে হুমায়ুন কবীর জানিয়ে দিয়েছেন, ৬ ডিসেম্বর তিনি বেলডাঙাতে বাবরি মসজিদের শিলান্যাস করবেন।
বিস্ফোরক অভিযোগ: বিধায়ক হুমায়ুন কবীর আরও বিস্ফোরক মন্তব্য করে মমতার দিকে নিশানা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “এরা চক্রান্ত করে আমাকে খুন করিয়ে দিতে পারে!”
২. সোনালী বিবি ফিরলেও ক্ষোভ: মালদহ সীমান্ত থেকে বাকি ৪ জন কেন ফিরলেন না? তৃণমূল নেতৃত্বের প্রশ্ন ডেপুটি হাইকমিশনারকে
সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এবং তাঁর ৮ বছরের নাবালক সন্তান। এই মুহূর্তে জেলা শাসক সহ জেলা প্রশাসনের কর্তারা সীমান্তে উপস্থিত থেকে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করছেন।
তবে সোনালী ফিরলেও তাঁর স্বামী সহ অন্যান্য সদস্যরা দেশে না ফেরায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, সোনালীকে ফেরানো হলেও, কেন বাকিদের ছাড়া হলো না? তাঁরা সীমান্তে উপস্থিত ডেপুটি হাই কমিশনারকে প্রশ্ন করেন, যা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করে। তৃণমূল নেতৃত্বের দাবি, বাকিদেরও অবিলম্বে দেশে ফেরাতে হবে।
৩. মোদী-পুতিনের নৈশভোজে ব্রাত্য রাহুল গান্ধী ও খাড়্গে! শশী থারুরকে আমন্ত্রণ নিয়ে বিতর্ক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মানে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত মোদী-পুতিনের নৈশভোজে আমন্ত্রণ পেলেন না লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন কেবল কংগ্রেস সাংসদ শশী থারুর!
সূত্রের খবর, বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে বিরোধী নেতাদের সাক্ষাতের ঐতিহ্য ভাঙার অভিযোগ আনার একদিন পরই এই ঘটনা ঘটল। রাজনৈতিক মহলের মতে, এটি মোদী সরকারের একটি কূটনৈতিক চাল, যেখানে ‘রাহুলে বিরক্ত মোদী’ খাড়্গেকে টপকে শশী থারুরকে আমন্ত্রণ জানিয়েছেন।
৪. ইন্ডিগো বিপর্যয়ের সুযোগে আকাশছোঁয়া ভাড়া: দিল্লি-কলকাতা রুটে খরচেই ঘুরে আসা যাবে লন্ডন!
ইন্ডিগো বিমান সংস্থার উড়ান পরিষেবায় চরম সংকটের জেরে এবার অন্যান্য বিমান সংস্থাগুলিতেও আকাশছোঁয়া ভাড়া। দিল্লি থেকে কলকাতায় আসার বিমানভাড়া এখন ব্রিটেনের রাউন্ড ট্রিপের চেয়েও বেশি হয়েছে।
কলকাতায় ফিরতে চেয়ে বিমান ভাড়ার তালিকা দেখে যাত্রীদের রীতিমত চক্ষু চড়কগাছ। কীভাবে গন্তব্যে পৌঁছবেন সেই চিন্তাতেই কয়েক লক্ষ বিমান যাত্রী দিশাহারা। এই বিপর্যয়ের ফলে বিমান সংস্থাগুলি যে সুযোগ নিচ্ছে, তা নিয়ে ক্ষোভ বাড়ছে।
৫. স্মৃতি মন্ধানার আঙুল থেকে উধাও এনগেজমেন্ট রিং! নতুন জল্পনা শুরু সোশ্যাল মিডিয়ায়
কিছুদিন আগে পর্যন্তও বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি মন্ধানার আঙুলে এনগেজমেন্ট রিং দেখা যাচ্ছিল। তিনি নিজেই সগর্বে সেই আংটি সবাইকে দেখাচ্ছিলেন। কিন্তু এখন আর তাঁর আঙুলে সেই আংটি দেখা যাচ্ছে না। অন্তত তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সম্প্রতি যে ভিডিও শেয়ার করেছেন, সেখানে আঙুলে কোনো আংটি নেই। এর ফলে সোশ্যাল মিডিয়ায় তাঁর এনগেজমেন্ট স্ট্যাটাস নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।