বাড়ির একটুকরো জায়গাতেই হবে ‘সোনার’ মিয়াজাকি আম, জাপানি আমের চারা এবার মুর্শিদাবাদে

বিশ্বের অন্যতম দামি আম, সোনার মতো উজ্জ্বল ‘মিয়াজাকি’ আম এখন আর শুধু খবরে সীমাবদ্ধ নেই। এবার চাইলে আপনিও আপনার বাড়ির ছোট জায়গার মধ্যেই এই জাপানি প্রজাতির আম গাছ লাগিয়ে ফেলতে পারেন। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় এই শীতের মরশুমে মিয়াজাকি আমের চারা বিক্রি করা হচ্ছে।

মুর্শিদাবাদ জেলার কান্দি বাইপাসে একটি জনপ্রিয় নার্সারিতে বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি আম গাছের চারার পাশাপাশি মিয়াজাকি আমের চারাও পাওয়া যাচ্ছে। এই চারাগুলোর বিশেষত্ব হলো, উচ্চতা ও আকারে খুব বেশি বড় হয় না, ফলে কম জায়গায় বা ছোট বাগানে সহজেই রোপণ করা সম্ভব।

বিক্রেতাদের দাবি ও টিপস:

বিক্রেতারা কেবল চারা বিক্রি করেই থেমে নেই, তারা এই জাপানি প্রজাতির আম চাষের পদ্ধতি-সহ যাবতীয় খুঁটিনাটি টিপসও দিচ্ছেন ক্রেতাদের। তাদের দাবি, সামান্য যত্ন নিলেই এই গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব। আর এই আমের ফলন হলে লক্ষাধিক টাকা বাজার দরে বিক্রি হতে পারে, যা কেবল খাদ্যচাহিদা পূরণ নয়, অর্থনৈতিকভাবেও লাভজনক হতে পারে।

মুর্শিদাবাদের বিক্রেতাদের এই উদ্যোগের ফলে শখের বসে বিদেশি আমের চারা লাগানোর প্রবণতা যেমন বাড়ছে, তেমনই কম জায়গায় মূল্যবান ফলনের স্বপ্ন দেখছেন স্থানীয়রা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy