বাংলাদেশে হিন্দুদের ওপর ধারাবাহিক অত্যাচারের আবহে এবার পশ্চিমবঙ্গ সরকারকে নজিরবিহীন আক্রমণ শানালেন বিজেপির জাতীয় মুখপাত্র তথা সাংসদ সুধাংশু ত্রিবেদী। ওপার বাংলার অশান্তি এবং এপার বাংলার প্রশাসনিক অবস্থানের তুলনা করতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গকে ‘মিনি পাকিস্তান’-এর তকমা দিয়েছেন। ত্রিবেদীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকার ভোটব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে হিন্দুদের স্বার্থকে বলি দিচ্ছে।
কলকাতায় হিন্দুদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ এবং বাংলাদেশে দীপু দাস হত্যার ঘটনাকে একই সূত্রে গেঁথে সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও। শুভেন্দুর দাবি, ওপারে মৌলবাদীরা হিন্দুদের মারছে আর এপারে তৃণমূলের পুলিশ প্রতিবাদী হিন্দুদের ওপর লাঠি চালাচ্ছে। সুধাংশু ত্রিবেদী সরাসরি প্রশ্ন তুলেছেন, কেন বারবার পশ্চিমবঙ্গকে এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে? কেন হিন্দুদের নিরাপত্তা নিয়ে শাসকদল উদাসীন? বিজেপির এই জোড়া ফলায় ফের একবার হিন্দুত্বের আবেগ ও সীমান্ত নিরাপত্তা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।