হাওড়ার উলুবেড়িয়ায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র মঞ্চ থেকে চরম বিস্ফোরক বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি পুলিশ প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন।
পুলিশকে সরাসরি হুঁশিয়ারি
শুভেন্দু অধিকারী পুলিশ প্রশাসনকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন:
“ব্যাগ গুছিয়ে রাখুন, মে মাসে দেখা হবে।”
তাঁর এই বার্তা রাজ্যে আসন্ন নির্বাচনের আবহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ধর্ম ও বাবরি মসজিদ প্রসঙ্গে চরম বার্তা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিত মন্তব্য ‘ধর্ম যার যার উৎসব সবার’—এর পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন:
“মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমি বলি, ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার।”
এরপর সরাসরি বাবরি মসজিদ এবং মুঘলদের প্রসঙ্গে টেনে তিনি কঠোর বার্তা দেন:
-
“বাংলায় বাবরি মসজিদ হতে দেব না।”
-
“বাবরের নামে কোনও জিনিস চলবে না এখানে।”
-
“বাবরের নাম লিখতে দেব না।”
-
“বাংলায় মুঘলদের নামে কিছু থাকলে মুছে দেব।”
উলুবেড়িয়ার মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর এই আক্রমণাত্মক মন্তব্য রাজ্যের রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে দিল।