‘বাংলায় জিততেই হবে!’ রাজ্যের BJP সাংসদদের বিশেষ ‘ভোকাল টনিক’ দিলেন মোদী?

সংসদের শীতকালীন অধিবেশনের মধ্যেই বুধবার পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির (BJP) সাংসদদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দলীয় সাংসদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কী ‘ভোকাল টনিক’ দিলেন, তা নিয়েই রাজনৈতিক মহলে তীব্র জল্পনা।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার BJP সাংসদদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন— ‘আপনারা অনেকদূর এগিয়ে গিয়েছেন। শাসকদলের বিরুদ্ধে বাংলায় এভাবেই লড়াই জারি রাখতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে যেন বিধানসভা নির্বাচনে আমরাই জিতি।’

তিনি বলেন, রাজ্যে দুর্নীতি, আইন-শৃঙ্খলার অবনতি এবং অপরাধের বিরুদ্ধে বর্তমান যে লড়াই চলছে, আসন্ন নির্বাচনে যেন সেই সংগ্রাম ‘পূর্ণতা পায়’। তৃণমূল সরকারের বিরুদ্ধে বঙ্গ BJP যে কায়দায় লাগাতার আক্রমণ চালাচ্ছে, তার প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি BJP সাংসদ খগেন মুর্মুর উপর হওয়া হামলা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

রাজনৈতিক উত্তাপের মধ্যেই প্রধানমন্ত্রীর দফতরে সকাল ১০টা নাগাদ এই বৈঠক শুরু হয়। পশ্চিমবঙ্গে ১২ জন লোকসভা এবং ২ জন রাজ্যসভার সাংসদ-সহ মোট ১৪ জন BJP সাংসদ উপস্থিত ছিলেন। শীর্ষ নেতৃত্ব এটিকে রুটিন বৈঠক বললেও, বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে প্রধানমন্ত্রী যে বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন, তা মনে করছে ওয়াকিবহাল মহল।

অন্যদিকে, মঙ্গলবারই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তিন মেয়াদের কাজের খতিয়ান প্রকাশ করেছেন, যার নাম দেওয়া হয়েছে ‘উন্নয়নের পাঁচালি’। এই ‘পাঁচালি’-র তীব্র সমালোচনা শুরু করেছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বৈঠক তাৎপর্যপূর্ণ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy