বাংলাদেশে ফের মাথাচাড়া দিয়ে উঠল তীব্র ভারতবিরোধী হাওয়া। নিহত ওসমান হাদির ‘অসমাপ্ত স্বপ্ন’ পূরণের ডাক দিয়ে এবার সরাসরি এ দেশে কর্মরত ভারতীয়দের টার্গেট করল ‘ইনকিলাব মঞ্চ’। রবিবার রাতে ঢাকার শাহবাগ মোড়ে ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একগুচ্ছ কড়া দাবি জানিয়েছেন সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। দাবি পূরণের জন্য ডক্টর মুহাম্মদ ইউনূসের সরকারকে ২৪ দিনের ডেডলাইন বা সময়সীমা বেঁধে দিয়েছে এই সংগঠন।
ইনকিলাব মঞ্চের পেশ করা চার দফা দাবির ছত্রে ছত্রে রয়েছে ভারতবিদ্বেষ। তাদের প্রধান দাবি, ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত প্রত্যেককে আগামী ২৪ দিনের মধ্যে গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে। তবে সবথেকে বিতর্কিত দাবিটি হলো— বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দোহাই দিয়ে দেশে কর্মরত সমস্ত ভারতীয় নাগরিকের ‘ওয়ার্ক পারমিট’ বা কাজের অনুমতি অবিলম্বে বাতিল করতে হবে। হাদির ভাষণে যেভাবে নিয়মিত ভারতবিরোধিতা ফুটে উঠত, ইনকিলাব মঞ্চের বর্তমান দাবিতেও সেই একই সুর প্রতিধ্বনিত হচ্ছে।
তৃতীয় দাবিতে তারা জানিয়েছে, ভারতে আশ্রিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের যদি নয়াদিল্লি ফেরত না দেয়, তবে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে ইউনূস সরকারকে। পাশাপাশি, বাংলাদেশের সেনা ও গোয়েন্দা সংস্থায় থাকা হাসিনা-পন্থীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালাচ্ছে এই সংগঠন। সোমবার দুপুর থেকে সারা দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসায় এই বিক্ষোভ ছড়িয়ে দেওয়ার ডাক দেওয়া হয়েছে। এই আল্টিমেটামের ফলে দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েনের আশঙ্কা তৈরি হয়েছে।