বাংলাদেশে ফের হিন্দু নিগ্রহ! ধর্মীয় অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে ও পুড়িয়ে খুন

বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে পিটিয়ে ও গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল একদল চরমপন্থীর বিরুদ্ধে। মৃত যুবকের নাম দীপু চন্দ্র দাস (২৫)। অভিযোগ, ধর্মীয় অবমাননার মিথ্যে অভিযোগে প্রথমে তাঁকে গণধোলাই দেওয়া হয় এবং পরে একটি গাছে বেঁধে কেরোসিন ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। দীপুর বাবা রবিলাল দাস এই দৃশ্যকে ‘বিভীষিকাময়’ বলে বর্ণনা করেছেন।

এই ঘটনার পর ফের একবার আন্তর্জাতিক স্তরে প্রশ্নের মুখে পড়েছে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার দফতর থেকে এই নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, “নতুন বাংলাদেশে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই।” র‍্যাব (RAB) ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে লিমন সরকার, তারেক হোসেন ও মানিক মিয়ার মতো যুবকরা রয়েছে। এই ঘটনায় ওপার বাংলার সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy