বাংলাদেশে গ্রেফতার মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী! নরসিংদী থেকে জালে তুলল ডিবি পুলিশ

বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্র কথাবার্তা প্রচারের জন্য পরিচিত মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে নরসিংদী থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (DB)। বুধবার দুপুরে ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই খবর নিশ্চিত করেছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অভিযোগ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের ভিত্তিতেই এই গ্রেফতারি।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে ‘প্রথম আলো’ পত্রিকার অফিসের সামনে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন এই বিক্রমপুরী। থানা থেকে জোর করে লোক ছাড়িয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাঁকে সরাসরি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এই গ্রেফতারিকে কেন্দ্র করে ওপার বাংলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy