২০২৫-এর বিদায়বেলা আর ২০২৬-এর আবাহন— দুইয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাজ্যজুড়ে শীতের দাপট অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট এবং কনকনে ঠান্ডা বজায় থাকবে। ভোরের দিকে ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তুরে হাওয়ার দাপটে দিনের বেলাতেও গায়ে গরম কাপড় রাখতে হবে শহরবাসীকে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রার গতিপ্রকৃতি বর্তমানে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। তবে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে আবহাওয়ার কিছুটা ভোলবদল হতে পারে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ বর্ষবরণের রাতে হাড়কাঁপানো ঠান্ডা কিছুটা কমলেও আমেজ বজায় থাকবে।
উত্তরবঙ্গে তুষারপাতের হাতছানি পাহাড়প্রেমীদের জন্য বড় সুখবর দিয়েছে আবহাওয়া দফতর। ৩১ ডিসেম্বর অর্থাৎ বর্ষবরণের রাতে উত্তরবঙ্গের উঁচু পাহাড়ি এলাকাগুলোতে হালকা তুষারপাতের (Snowfall) সম্ভাবনা রয়েছে। সান্দাকফু বা দার্জিলিংয়ের উপরের দিকে সাদা বরফের চাদর দেখা গেলে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। পাহাড়ে বরফ আর সমতলে কুয়াশার লুকোচুরি নিয়েই শুরু হতে চলেছে নতুন বছর ২০২৬।