৩১ ডিসেম্বর, বছরের শেষ রাতের উন্মাদনায় মেতে উঠবে তিলোত্তমা। আর সেই ভিড় সামলাতে এবং যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে কলকাতা মেট্রো রেলওয়ে। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান এবং দক্ষিণেশ্বরের মতো জনবহুল স্টেশনগুলিতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষ করে পার্ক স্ট্রিট চত্বরে মানুষের ঢল সামলাতে অতিরিক্ত আরপিএফ (RPF) কর্মী মোতায়েন করা হচ্ছে। নারী ও শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে পার্ক স্ট্রিট স্টেশনে রাখা হচ্ছে পর্যাপ্ত মহিলা আরপিএফ অফিসার ও কর্মী। শুধু তাই নয়, যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনে সর্বক্ষণ প্রস্তুত থাকবে ‘কুইক রেসপন্স টিম’ (QRT) এবং স্ট্যান্ডবাই বাহিনী।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড় নিয়ন্ত্রণে এবার কিউ-ম্যানেজার, লাউড হেলার এবং দড়ির সাহায্য নেওয়া হবে। নজরদারিতে কোনও খামতি না রাখতে সিসিটিভি-র মাধ্যমে ‘রিয়েল টাইম’ মনিটরিং করা হবে কন্ট্রোল রুম থেকে। এছাড়াও নাশকতামূলক কাজ রুখতে ডগ স্কোয়াডের মাধ্যমে স্টেশনগুলিতে বিশেষ তল্লাশি চালানো হবে।
সবচেয়ে বড় সুখবর হলো, উৎসবের রাতে যাত্রীদের ফেরার চিন্তা কমাতে ব্লু-লাইনে চালানো হবে অতিরিক্ত ৮টি মেট্রো। রাত ৯টা ৪০ মিনিটের পর ৪টি আপ এবং ৪টি ডাউন ট্রেন চলবে, যাতে উৎসব সেরে মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে যাত্রী সহায়তার জন্য একজন অফিসারের নেতৃত্বে বিশেষ টিমের পাশাপাশি পর্যাপ্ত কর্মীও মোতায়েন থাকবেন।