বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনায় ৮ জন আহত! ‘দুঃখজনক’ বললেন পূর্ব রেলের জিএম, ভিড় সামলাতে আসছে নতুন পরিকল্পনা

একসঙ্গে তিনটি প্ল্যাটফর্মে ট্রেন ধরার হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমান স্টেশনে। গতকাল (সোমবার) ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনায় মোট ৮ জন যাত্রী আহত হয়েছেন, যাঁদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। দুর্ঘটনার পরেই রেল এবং আরপিএফের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। সোমবার বিকেলে পরিস্থিতি পরিদর্শনে আসেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (জিএম) মিলিন্দ দেওস্কর।

আহতদের পাশে রেল, জিএম-এর আশ্বাস
পরিদর্শন শেষে জিএম মিলিন্দ দেওস্কর জানান, আহত ৮ জনের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য হাওড়ার অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি নিশ্চিত করেন, আহতদের রেলের নিয়ম মেনে প্রাপ্য অনুদান ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তিনি আরও জানান, “ডিআরএম গতকাল রাতভর বর্ধমানেই ছিলেন।”

কেন ঘটল এই দুর্ঘটনা?
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, তিনটি প্ল্যাটফর্মে একই সঙ্গে ট্রেন আসায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় এবং সিঁড়ি সরু হওয়ায় সমস্যা আরও বাড়ে। জিএম এই ভিড় নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা স্বীকার করে নেন। তিনি বলেন, “এই স্টেশন খুব পুরনো। এটি এত সংখ্যক যাত্রীর জন্য তৈরি ছিল না। প্রতিদিন এখানে ১৬৭টি ট্রেন চলে।”

তবে তিনি মেনে নেন, এই স্টেশনে প্ল্যাটফর্ম খুবই কম চওড়া এবং ওঠানামার সিঁড়ি আরও চওড়া করার উপায় নেই।

৬ মাসের মধ্যে আসছে বড় বদল
যদিও তাৎক্ষণিক বড় পরিবর্তন আনা সম্ভব নয়, তবুও যাত্রীদের দুর্ভোগ কমাতে ভবিষ্যতে বেশ কিছু উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জিএম:

ফুটব্রিজ সম্প্রসারণ করা হচ্ছে।

৬ ও ৭ নম্বর প্ল্যাটফর্মের বহর বাড়ানো হবে।

৬ মাসের মধ্যে ইয়ার্ডের সম্প্রসারণ করা হবে।

তদন্ত কমিটি ও গাফিলতির প্রশ্ন
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জিএম স্বীকার করেন যে ২০১৯ সাল থেকেই এই স্টেশনে দুর্ঘটনা ঘটছে। তিনি জানান, আগামী ৭-৮ দিনের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি করার চেষ্টা চলছে এবং ট্রেন ম্যানেজমেন্ট নিয়ে নতুন করে ভাবা হচ্ছে।

এই ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গড়া হয়েছে, যেখানে বিভিন্ন বিভাগের আধিকারিকরা রয়েছেন। জিএম প্রাথমিকভাবে জানান, ১৫ মিনিট আগেই ট্রেনের ঘোষণা হয়েছিল এবং প্ল্যাটফর্ম পরিবর্তনও করা হয়নি, তাই এখনও গাফিলতির কোনও তথ্য সামনে আসেনি। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও, স্টেশনে আহতদের দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা নিয়েও ভাবনাচিন্তার আশ্বাস দেন তিনি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy