বর্ধমান স্টেশনে চরম দুর্ঘটনা! আহত বেড়ে ৮, সরু সিঁড়ি দিয়ে একসঙ্গে ৩ ট্রেন ধরতে হুড়োহুড়ি— তদন্তের নির্দেশ রেলের

রবিবার সন্ধ্যায় বর্ধমান রেল স্টেশনে ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত যাত্রীর সংখ্যা বেড়ে মোট আটজন হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর এই খবর নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে পাঁচজন মহিলা এবং তিনজন পুরুষ রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়েই ডিআরএম বিশাল কাপুর নিজে বর্ধমান মেডিক্যাল কলেজে আহতদের দেখতে যান এবং তাঁদের পরিবারবর্গকে সমস্ত রকম সহায়তার আশ্বাস দেন। তিনি জানিয়েছেন, আহত যাত্রীদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেবে রেল কর্তৃপক্ষ।

চিকিৎসার সম্পূর্ণ খরচ রেলের:

ডিআরএম কাপুর আশ্বাস দিয়েছেন, আহতদের চিকিৎসার সমস্ত খরচ রেল বহন করবে। প্রয়োজন হলে বর্ধমান মেডিক্যাল কলেজে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের রেলের হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে ডিআরএম এই বিষয়ে সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকেন। তিনি জানান, বর্তমানে আহতদের সুস্থ করে তোলার ওপরই তাঁদের প্রধান নজর। কেন এই ঘটনা ঘটল, সেই বিষয়ে রেল বিস্তারিত তদন্ত করবে বলে তিনি নিশ্চিত করেছেন।

৩ ট্রেন ধরার হুড়োহুড়ি, সরু সিঁড়ি:

জানা গেছে, ছুটির দিন সন্ধ্যায় যাত্রীর চাপ তুলনামূলক কম থাকা সত্ত্বেও এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় প্রায় একই সময়ে প্ল্যাটফর্মে তিনটি ট্রেন এসে যাওয়ায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সরু সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়েই ভিড়ের চাপে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এখন রেলের বিস্তারিত তদন্তের পরই ঘটনার সঠিক কারণ প্রকাশ্যে আসবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy