বড়দিন ও নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবের মেজাজে মেতেছে মালদহবাসী। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে দেখা দিয়েছে বিপুল উন্মাদনা। এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হলো কেক। আর এবার জেলাবাসীকে তাক লাগিয়ে দিতে মালদহ শহরের ফুলবাড়ি এলাকার বেকারিগুলিতে তৈরি হচ্ছে পেল্লাই সাইজের সব কেক।
কেক প্রস্তুতকারক মিজানুর রহমান ও বিক্রেতা বিজন দাসরা জানিয়েছেন, এবার ৫ কেজি থেকে ১০ কেজির কেকের বিপুল চাহিদা রয়েছে। ৫ কেজির বেশি ওজনের ১০ পাউন্ডের একটি বিশেষ কেকের দাম রাখা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার টাকা। সাধারণ মানুষের জন্য ৬০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ফলের কেক ও পেস্ট্রিও মিলছে বাজারে। স্যান্টাক্লজ টুপি, ক্রিসমাস ট্রি আর বিশালকার কেকের এই মিশেলে মালদহের উৎসবের মেজাজ এখন তুঙ্গে।