সোমবার সকালে হাওড়ার সালকিয়ার ৬৬ নম্বর কৈবর্ত পাড়ার একটি আবাসনে চাঞ্চল্যকর ঘটনা। এক বন্ধ ফ্ল্যাট থেকে দেবব্রত পাল (৪৮) নামে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করল মালিপাঁচঘড়া থানার পুলিশ। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটি খুন বলে সন্দেহ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই ফ্ল্যাট থেকে তীব্র চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। সন্দেহ হওয়ায় তাঁরা দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে সব শব্দ আচমকা স্তব্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা খুলে দেখে দেবব্রতবাবু রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সেই সময় ফ্ল্যাটের ভিতরে থাকা দুই যুবককে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। তাদের বর্তমানে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্তে জানা গিয়েছে, পাঁচ বছর আগে দেবব্রতবাবুর স্ত্রীর মৃত্যু হয়েছিল। বৃদ্ধা মা ও মেয়েকে নিয়ে তিনি ওই ফ্ল্যাটে থাকতেন। তবে রবিবার রাতে তাঁর মা ও মেয়ে বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে খুনের মোটিভ খোঁজার চেষ্টা করছে পুলিশ। একের পর এক রহস্যমৃত্যুর ঘটনায় বর্তমানে রীতিমতো আতঙ্কে সালকিয়ার বাসিন্দারা।